আন্দামান নিকোবরে ইন্সটল ব্রহ্মস!
নিউজ ডেস্কঃ ভারত-চীন যুদ্ধের পর যে গতিতে ভারতবর্ষের ডিফেন্স সেক্টর অর্থাৎ প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ এগিয়ে চলেছে তা প্রশংসনীয়। আর সেই কারনে একাধিক বিধ্বংসী মিসাইলের উৎক্ষেপণ থেকে শুরু করে যুদ্ধজাহাজ কে বিধ্বংসী রুপ দেওয়া হচ্ছে।
ভারতীয় সেনার ৪৫০কিমি রেঞ্জের ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। ভারতীয় সেনার যে রেজিমেন্ট এর পরীক্ষা চালিয়েছে তাদের একাধিক ব্রাহ্মোস রেজিমেন্ট এ্যক্টিভ রয়েছে।
ভারতীয় সেনার ব্রাহ্মোস আন্দামান নিকোবরের একটি দ্বীপ থেকে ফায়ার করা হয় আর টার্গেট হিসবে অপর একটি দ্বীপে মিসাইল হাই এ্যকুয়েরেসিতে হিট করে। আগামী যুদ্ধে ব্রাহ্মোসের ব্যবহার তেমনটাই হবে যেমনটা কর্গিলে বোফোর্সের হয়েছিল বলে মত সামরিক বিশেষজ্ঞদের।