চীন, পাকিস্তানের পরিকাঠামোতে আক্রমণ করতে আরও কড়া হচ্ছে কেন্দ্র
নিউজ ডেস্কঃ ভারতের যুদ্ধবিমান গুলি আরও বেশি পরিমাণে যুদ্ধাস্ত্র বহন করতে পারে এবং শত্রুপক্ষের বিরুদ্ধে হামলা চালাতে সক্ষম হয় সেই জন্য বেশ কিছু নতুন যুদ্ধাস্ত্র সার্ভিসে আনার কথা ভাবছে। বিশেষ করে রেঞ্জ বাড়িয়ে এবং হালকা ওজনের যুদ্ধাস্ত্র তৈরি করার দিকে বেশির নজর দিয়েছে দেশের একাধিক সামরিক সংস্থা।
সম্প্রতি ডি আর ডি ও একটি স্মার্ট এ্যন্টি এয়ার ফিল্ড ওয়েপেন বা SAAW কে তেজাস মার্ক ১ থেকে টেস্ট করা হতে চলেছে।
শত্রুপক্ষের বাঙ্কার থেকে শুরু করে রেডার এবং বিভিন্ন পরিকাঠামতে আক্রমণ করার জন্য এই মিউনিশান ব্যবহার করবে। ডিআরডিও এর তৈরি SAAW ১২৫কেজি ওজনের এই প্রেসেশিয়ান গাইডেড মিউনিশান গুলোর রেঞ্জ ১০০+কিমি। একটি সুখোই ২৪টি এমন মিউনিশান বহন করতে পারে।