ভারত

এয়ার ডিফেন্স সিস্টেম ট্র্যক করতে নৌসেনার কোন ক্লাসের বিমান দরকার?

নিউজ ডেস্কঃ আগামীদিনে ভারতের নৌবাহিনীর “Shore based AEW&Cs”এর প্রয়োজন হবে। বিশেষ করে আন্দামান নিকোবর কম্যান্ডে। বিশেষ করে চিন ভারত মহাসাগরে নিজের এয়ারক্রাফট ক্যরিয়ার মোতায়েন করার সময়। এই সময়ে ক্যরিয়ার ও তার থেকে টেক অফ করা যুদ্ধবিমান গুলিকে এয়ার ডিফেন্সের থেকে অনেক দুরে থেকে ট্র্যক করার জন্য ভারতের নৌবাহিনীর AEW&Cs প্রয়োজন পড়বে।

ইতিমধ্যে সি-২৯৫ এর অর্ডার দেওয়া হয়েছে। এ্যসেম্বেলের কাজ করবে টাটা। সি-২৯৫ খুবই সাশ্রয় করার মতো বিমান। ৫৬টি বিমানের দাম মাত্র ৩বিলিয়ন ডলার।

বিমানবাহিনীর জন্য সি-২৯৫ এর ওপর ভিত্তি করে এ্যওয়াক্স তৈরি করাটা খুব একটা পছন্দের নয় সামরিক বিশেষজ্ঞদের কাছে। কারন ভারতের বেশির ভাগ এলাকা পার্বত্য। তাই গুজরাট থেকে পঞ্জাব পর্যন্ত হয়ত সি-২৯৫ এ্যওয়াক্স কাজে লাগলেও কাশ্মীর থেকে অরুণাচল অব্ধি হিমালয় অঞ্চল গুলি, যেখানে বায়ুর ঘনত্ব অত্যন্ত কম, সেখানে টার্বোপ্রপ ইঞ্জিন চালিত বিমান খুবই অনুপযোগী। কারন এ্যওয়াক্স রেডার নিয়ে অত্যন্ত ভারী হয়। এই ধরনের ইঞ্জিন যা বায়ুর চাপকে সাধারণ ভাবে শুধু পিছনে ঠেলে এগিয়ে যায়, তাদের পক্ষে এরকম জায়গায় বেশি সময় ওড়া সম্ভব নয়।কিন্তু সমূদ্রে, যেখানে বায়ুর ঘনত্ব অত্যন্ত বেশি সেখানে এই ধরনের বিমান প্রয়োজন। 

Leave a Reply

Your email address will not be published.