চীনের হাত পা শিতল করে দিতে ব্রহ্মোসই যথেষ্ট
নিউজ ডেস্কঃ ব্রহ্মস। ভারতবর্ষের হাতে আসার পর যে চীন এবং পাকিস্তানের চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে তা বলাই বাহুল্য। আর সেই কারনে একাধিকবার বিশ্বমঞ্চে ক্ষোভ প্রকাশ করেছে তারা। রাশিয়া এবং ভারতবর্ষের যৌথ উদ্যোগে তৈরি এই যুদ্ধাস্ত্র বর্তমানে পৃথিবীর অনেক দেশেরই মাথা ব্যাথার কারন। এবার আরও বিধ্বংসী ভয়ংকর ভার্সন প্রকাশ পেল ব্রহ্মসের।
বর্তমানে ব্রাহ্মোস অর্জন করেছে তা চীনের হাত পা শিথিল করে দেওয়ার জন্য যথেষ্ট। পঞ্জাব থেকে একটি ভারতবর্ষের প্রথম সারির যুদ্ধবিমান সুখোই-৩০এমকেআই ব্রাহ্মোসের সাথে টেকঅফ করে তারপর মাঝখানে একটি রিফুয়েলার ট্যাঙ্কারের থেকে ফুয়েল নিয়ে ভারত মহাসাগরের একটি নির্দিষ্ট স্থানে একটি টার্গেটকে ধ্বংস করেছিল কিছুদিন আগে। পাঞ্জাব থেকে টার্গেটের দূরত্ব ছিল ৪০০০কিমি! সুতরাং যুদ্ধের সময় এখন ভারতবর্ষের এ্যন্টি শিপ ক্ষমতা এক বিরাট স্তরে গেছে তা কিছুটা হলেও স্পষ্ট।