আমেরিকা, রাশিয়াকে বাদ দিয়ে কোন দেশের থেকে যুদ্ধাস্ত্র ক্রয় করবে ভারতবর্ষ?
নিউজ ডেস্কঃ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে চলা সমস্যার কারনে একাধিকবার যে ভারতবর্ষকে সমস্যার সম্মুখীন হতে হয় তা বলাই বাহুল্য। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে শুরু হওয়া স্নায়ুর লড়াইয়ে সমস্যায় রয়েছে ভারত বর্তমানে। ভারতবর্ষের অবস্থা এমন যা দুদিকেই ব্যালেন্স বজায় রেখে চলতে হবে কারন ভারতবর্ষের উভয়কেই দরকার। পরিস্থিতি ধীরে ধীরে এমন হচ্ছে যে অদূর ভবিষ্যতে ভারতবর্ষকে আমেরিকা, রাশিয়া বাদে তৃতীয় দেশের থেকে যুদ্ধাস্ত্র ক্রয় করতে হবে। এই মহূর্তে ভারতের সামনে যে বড় চ্যালেঞ্জ রয়েছে তা হল:—
১) সুখোই ৩০ আপগ্রেডেশন করতে হবে তবে রাশিয়াকে বাদ দিয়ে।
২) তেজস এর জন্য আমেরিকান জেনারেল ইলেকট্রনিক বা রাশিয়ান ইন্জিন এর রিপ্লেসমেন্ট চিন্তা করে রাখা উচিৎ।
৩) রাশিয়াকে বাদ দিয়ে পরমানু সাবমেরিন পোগ্রাম। সেক্ষেত্রে একমাত্র ফ্রান্স রয়েছে অপশান।
৪) রাশিয়া ও আমেরিকা কে বাদ দিয়ে অন্য দেশ থেকে যুদ্ধবিমান ক্রয় করা।
৫) আর্মর আপগ্রেড রাশিয়াকে ছাড়া।এইসকল ক্ষেত্রে ফ্রান্স এবং ইসরায়েল সবথেকে ভাল বিকল্প।