রাশিয়ার এস ৪০০ ছাড়াও কোন কোন গোত্রের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হচ্ছে ভারতবর্ষে?
নিউজ ডেস্কঃ MRSAM অর্থাৎ মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল রয়েছে ভারতীয় নৌসেনার হাতে। শুধু তাই পাশাপাশি সেইসব দেশের তালিকায় যুক্ত আছে ভারত।
কি এই এম আর স্যাম?
আসলে এই মিসাইল দ্বারা ৭০ কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের যেকোনো মিসাইল, যুদ্ধবিমান, ড্রোন, হেলিকপ্টার ইত্যাদিকে এই মিসাইল গুঁড়িয়ে ফেলতে পারে। পাশাপাশি ৩৬০ ডিগ্রীতে একাধিক শত্রুর উপর একসঙ্গে প্রত্যাঘাত করতেও সক্ষম এই মিসাইল।
ভারতীয় নৌসেনার জাহাজ আইএনএস কোচি এবং আইএনএস চেন্নাই থেকে প্রথম পরীক্ষা করা হয় এই মিসাইলের যা শূন্যে থাকা বিভিন্ন টার্গেটকে আঘাত করে সেগুলি নষ্ট করে দিতে সফল হয়।
ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনা তে MRSAM এর বর্তমান সংস্করণ রয়েছে এই প্রোজেক্টের জন্য ইজরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে ডিআরডিও ১৭ হাজার কোটি টাকার চুক্তি রয়েছে। যার জন্য তৈরি করা হবে ৪০ লঞ্চারস এবং ২০০ মিসাইল
শত্রুর ওপর এই মিসাইল ৩৬০ ডিগ্রী কভারেজ দেওয়ার পাশাপাশি আঘাত হানতে সক্ষম।
৭০ কিলোমিটারের মধ্যে যুদ্ধবিমান সহ যেকোনো মিসাইল হেলিকপ্টার ড্রোন ইত্যাদি ধ্বংস করে দিতে পারে এই মিসাইল।
মিসাইলটির দৈর্ঘ্য ১৪.৭৬ ফুট এবং ওজন ২৭৬ কিলোগ্রাম।