রিসার্চ এবং ডেভলপমেন্টের জন্য ছয় থেকে সাত গুন বেশী অর্থ খরচ
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের সামরিক ক্ষেত্রের উন্নয়ন না হওয়ার একটা বড় কারন হল রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্টে ঠিকঠাক ভাবে বিনিয়োগ না করা। আর সেই কারনে এখনও পর্যন্ত একটা যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করে উঠতে পারেনি ভারতবর্ষ। আসতে আসতে এই ক্ষেত্রে বাজেট বাড়ানো হলে এখনও সেভাবে এই ক্ষেত্রে বিনিয়োগ করা হয়না, আর সেই কারনে একাধিক প্রোজেক্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিসাইল আসতে দেরি হয় সেনাবাহিনীর হাতে। সেই কারনে একাধিক সমস্যার সম্মুখীন ও হতে হয়। তবে আসতে আসতে এই ক্ষেত্রে বাজেটের পরিমান বাড়ানোর ফলে বিভিন্ন ধরনের মিসাইল থেকে শুরু করে প্রোজেক্টের কাজ দ্রুততার সাথে হচ্ছে।
শেষ ৩ বছরে ডিআরডিও ৭৯ টি প্রজেক্টে কাজ করছে যার জন্য ৮২০১ কোটি টাকার বাজেট ও দেওয়া হয়েছে। এইসকল প্রজেক্টের মধ্যে ক্রুজ মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল(ভুমি থেকে আকাশে), এয়ার টু এয়ার মিসাইল (আকাশ থেকে আকাশে), ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুট রয়েছে।
তবে সামরিক বিশেষজ্ঞদের মতে ৮২০১ কোটি টাকা খুবই কম। রিসার্চ ডেভলপমেন্ট ভারতবর্ষের উচিৎ এর ছয় থেকে সাত গুন বেশি টাকা খরচ করা।