চীনের বিরুদ্ধে লড়তে সীমান্তে লজিস্টিক সাপোর্ট দিতে কি ছক করা হয়েছে?
নিউজ ডেস্কঃ ভারত-চীন সীমান্তে ভারতবর্ষের একটি বড় সমস্যা হল সেখানকার রাস্তা। আর সেই কারনে বর্ডারের সমস্ত রাস্তা ঠিক করতে একাধিক প্রোজেক্ট সম্পন্ন হয়েছে। কারন চীনের বিরুদ্ধে লড়তে সীমান্তে লজিস্টিক সাপোর্ট দ্রুত দেওয়াটা খুব জরুরী। আর সেই কারনে রাস্তা খুব জরুরী। কারন সেনাদের দ্রুত খাওয়ার থেকে শুরু করে অস্ত্র সহ সমস্ত কিছু সঠিক সময়মত পৌঁছানো খুব দরকার।
আগে লাদাখ পৌছানোর দুটো পথ ছিল। একটি জোজিলা (শ্রীনগর লে হাইওয়ে) অপরটি রোটাংপাস (মানালি লে)। এখন ভারত অপর একটি রাস্তা পেয়েছে। দার্চা থেকে লে। যা অনেক সূরক্ষিত ও দূরত্ব অনেক ছোট করেছে। তবে অটল টানেলের রোটাংপাসের সাথে সেনাবাহিনীর লজিস্টিক্স সাপ্লাই এর বিশাল সুবিধা দেবে”।