তালিবান আফগানদের জন্য সত্যি কি ভাল?
নিউজ ডেস্কঃ আফগানিস্থানে তালিবান ক্ষমতায় আসার পর এখন অনেকেরই প্রশ্ন যে আফগান বিদেশনীতি কি হবে? আসলে তালিবান কিভাবে দেশ চালাবে বা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি কি হবে? তা বলা খুব মুশকিল। আর সেই কারনে নিউদিল্লি ধীরে চলো নীতি নিয়ে এগোতে পারে বলে সুত্রের খবর। তবে অনেকেরই চিন্তা কাশ্মীর নিয়ে।
আসলে তালিবান আফগানদের জন্য ভাল না খারাপ তা সময় বলবে কিন্তু কাশ্মীর বিষয় নিয়ে বেশ কিছু প্রশ্ন তো রয়েছেই।
অনেকেরই মতে ভারতের কাশ্মীরে আফগানিস্তানের তালিবান সমস্যা তৈরি করবে। কখনও কি ভেবে দেখেছেন যে ভারত কিন্তু বর্তমানে আফগানিস্তানের সাথে বর্ডার শেয়ার করে না। কারন যে এলাকা ভারত এবং আফগানিস্তানের মধ্যে তা ডুরান্ড লাইনের কথা সকলেরই জানা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য সম্পূর্ণটাই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রয়েছে। এর ফলে ভারতে আফগানিস্তানের মাধ্যমে তালিবান অনুপ্রবেশের করাটা খুবই চাপের বিষয়।
তাহলে অনেকেরই প্রশ্ন যে পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ করবে। এটা কি নতুন কিছু ভারতের কাছে? বহু দশক থেকে ভারত অনুপ্রবেশ রুখে আসছে। আর ভারতের সার্ভেইল্যান্স এই অঞ্চলে এতটাই জোড়ালো যে তালিবান এখানে ঢুকবে সেই আসা ভুলে যাওয়াটাই ভাল। তালিবান যেখানে ছিল সেখানেই থাকবে। আর তালিবান যদি অনুপ্রবেশের চেষ্টাও করে তবুও সেই সংখ্যাটা বর্তমান অনুপ্রবেশের সংখ্যার তুলনায় খুব একটা বেশি হবে না। কারন এটা ২০২২! ঐ আগের যুগের মত ঢাল তরোয়াল নিয়ে সালওয়ার কামিজ পরা ঘোড়ায় চড়ে আসবে আর সব কিছু উদ্ধার করবে এসব এখন কাল্পনিক গল্প। পাকিস্তানের বর্ডার থেকে হাজার হাজার তালিবান সেনা ঢোকানো মানে ভারত পাকিস্তান যুদ্ধ অনিবার্য। কারও পক্ষে আটকানো সম্ভব নয়। সবথেকে বড় ব্যাপার হল এই যে চীন কখনও হতে দেবে না কারন ভারত পাক যুদ্ধের ফলে ক্ষতি হবে চীনের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের ক্ষতি হবে।
তালিবানকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে পাকিস্তান একথা ভাবাটা বর্তমানে ঠিক নয়। কারন তালিবান পাকিস্তানের হাতের পুতুল এই চিন্তা জীবনেও করা উচিৎ নয়। পাকিস্তানকে তালিবান ব্যবহার করছে এই বোঝা উচিৎ। কারন পাকিস্তানই কিন্তু সেই দেশ যারা আফগানিস্তানে আমেরিকাকে ঢোকানোর রাস্তা দিয়েছিল। টমহক ক্রুজ মিসাইল যাওয়ার জন্য জায়গা দিয়েছিল। আর আজও আমেরিকার বি-৫২র মতো ভয়ঙ্কর বম্বারের মতো যুদ্ধবিমান যাওয়ার জন্য আমেরিকাকে পাকিস্তানই জায়গা দেয়। যেটা ভারতের বেশির ভাগ মানুষ ভুলে যায়। এই ব্যাপার গুলি গুলো যদি আপনি ভাবেন তালিবান ভুলে গেছে তবে ভুল হচ্ছে কোথাও।
তালিবানের মূল লক্ষ্য হল আফগানিস্তানে শরিয়ত শাসন যা সম্পন্ন হলে তালিবান যেটা পাবে সেটা আত্নসন্তুষ্টি।