বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া আর কোন কোন দেশকে অস্ত্র বিক্রি করার পথে তুরস্ক?
নিউজ ডেস্কঃ তুরস্ক তাদের মিত্র দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করে। তুরস্কের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা বর্তমানে তুর্কমেনিস্তান। আর ঠিক তারপরেই আসে কাতার, আজারবাইজান, পাকিস্তান। এছাড়াও বাংলাদেশ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইউক্রেন, খাজাকস্থান, তাজিকিস্তান। তাছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ তাদের অস্ত্র কিনতে ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে।
ভারত তুরস্ক থেকে যুদ্ধাস্ত্র ক্রয় করতে আগ্রহী বলে একাধিক সুত্রের খবর, তবে এই যুদ্ধাস্ত্র ক্রয় করার পেছনে পাকিস্তানের বিরুদ্ধে কৌশলগত কারণ ও থাকতে পারে। পাকিস্তান ৩০ টি অ্যাটাক হ্যালিকপ্টার,চারটি করভেট ক্রয় করেছে। আরও ফ্রিগেট ক্রয় করবে ভবিষ্যতে। বাংলাদেশ রকেট সানের কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে ইতিমধ্যে। পাশাপাশি সুত্রের খবর তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নিশ্চিত করেছে যে বাংলাদেশ তুরস্ক থেকে ড্রোন কিনেছে। মুসলিম বিশ্বের মিত্র দেশ সহ ইউরোপেও বর্তমানে তুরস্ক অস্ত্র বিক্রি করছে।।