ভারত

তুরস্কের প্রধান শত্রু গ্রিসের সাথে কেন ভালো কূটনৈতিক সম্পর্ক তৈরি করছে ভারতবর্ষ?

নিউজ ডেস্কঃ শত্রুর শত্রু আমার বন্ধু। আন্তর্জাতিক রাজনীতিতে এই ব্যাপারটি নতুন কিছু নয়। আর তার উপর নির্ভর করে একাধিক স্ট্রাটেজি ঠিক করে বিভিন্ন দেশ। শুধু তাই এই সম্পর্কের উপর নির্ভর করে অস্ত্র ব্যবসা থেকে দেশের অর্থনীতির উপর প্রভাব। আর সেই কারনে ভারতবর্ষের শত্রু পাকিস্তানের পরমবন্ধু তুরস্কের সাথে ভারতবর্ষের সম্পর্ক এখন আদায় কাঁচকলায়, সত্যি কথা বলতে কি সম্প্রতি একাধিক আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে কথা বলতে শোনা যায় তুরস্কে। আর সেই কারনে এখন তুরস্কের প্রধান শত্রু গ্রিসের সাথে ভারতবর্ষের বেশ ভালো সম্পর্ক এবং ভবিষ্যতে আরও ভালো সম্পর্ক হবে বলে আশা করা যায়।

ভারতবর্ষের ব্রহ্মস মিসাইল এবার ক্রয় করতে চাইল গ্রিস। আসলে গ্রিস অর্থনীতির দিক থেকে দুর্বল হয়ে পরছে আসতে আসতে, আর সেই কারনে তাদের অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে ভারতবর্ষের মতো বেশ কিছু দেশের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে চাইছে। গ্রিসের অর্থনীতির অবস্থা খারাপ হওয়ার কারনে তার ফায়দা তুলতে চাইছে তুরস্ক। তবে বর্তমান তুরস্কের সাথে শুধু গ্রীস নয় ঝামেলা রয়েছে পৃথিবীর বহু দেশের।

গ্রীসকে বিনামূল্যে রাফালের মতো যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স। আর সেই রাফালের মতো যুদ্ধবিমানের জন্য ব্রহ্মসের মতো মিসাইল ক্রয় করতে গ্রীস। ফ্রান্সের দেওয়া ১৮ টি রাফালেতে তারা ব্রহ্মস মিসাইল ইন্সটল করতে চায়। রাফালের মতো ভারতবর্ষের বহু অস্ত্র যুদ্ধের মোড় ঘুড়িয়ে দিতে পারে। এমনটাই জানিয়েছিল গ্রীসের সংবাদসংস্থা “পেন্টাপোস্টাগামা”।

গ্রীস তাদের রাফালে যুদ্ধবিমানকে বিধ্বংসী করে তুলতে ব্রহ্মস মিসাইলের কথা ভাবছে। কারন বর্তমানে ব্রহ্মস ২৯০ কিমির মধ্যে যেকোনো টার্গেটকে সুপারসনিক গতিতে গিয়ে হিট করতে সক্ষম। 

বর্তমানে ব্রহ্মস মিসাইল রাফালেতে ইন্সটল করা সম্ভব নয়। গ্রীসের প্রধান নজর রয়েছে রাফালের মিনি ভার্সনের উপর যা ৩.৫ ম্যাক বা ৪০০০ কিমি/ঘণ্টা গতি তুলতে সক্ষম।

ভারতবর্ষ এবং গ্রীসের বর্তমান শত্রু এক অর্থাৎ তুর্কি এবং পাকিস্তান। আর ঠিক একইভাবে এই দুই দেশের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারনে আরব আমিরাত, ইজ্রায়েল, ফ্রান্সের সাথে ভারতকে যুক্ত করে গ্রীস একটা নতুন ফ্রন্ট খুলতে চাইছে। আসলে তুরস্কের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক হওয়ার কারনে এই দুই দেশকে চাপে রাখতেই নতুন ফ্রন্টের কথা ভাবা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.