পৃথিবীর সবথেকে শক্তিশালী বিমানবাহিনী মিশরের। একথা কেন বলা হয় জানেন?
নিউজ ডেস্কঃ মধ্য প্রাচ্যের যেকোনো দেশের বিরুদ্ধে লড়তে সক্ষম মিশর। কারন তাদের বিমান বহরে থাকা যুদ্ধবিমান গুলি যেকোনো সময় মধ্য প্রাচ্যের একাধিক দেশের ঘুম কেড়ে নিতে পারে। কারন আমেরিকা এবং রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান গুলি রয়েছে তাদের বিমানবাহিনীতে। শুধু আমেরিকা বা রাশিয়ার নয় পাশাপাশি ফ্রান্সেরও অত্যাধুনিক বিমান গুলি রয়েছে তাদের কাছে।
পৃথিবীর অন্যতম শক্তিশালী বায়ুসেনা মিশরের। এদের বিমানবহর রীতিমতো চমকে দেওয়ার মতো
মিশরের বিমানবাহিনীতে (অ্যাক্টিভ+ অর্ডারে) যুদ্ধবিমান:–
১) F-16 —- ২১৮ টি
২) মিগ ২৯ M/M2 — ৪৪ টি
৩) সুখোই-৩৫ SE — ৩০ টি
৪) রাফালে — ৫৪ টি
৫) মিরাজ ২০০০ — ১৯ টি
৬) ইউরোফাইটার টাইফুন — ২৪ টা অর্ডার দিচ্ছে।
রীতিমত বিভিন্ন রকমের যুদ্ধবিমান। যে যুদ্ধবিমান মনে করেছে তাই তারা ক্রয় করে নিয়েছে। এবং সবথেকে মজার বিষয় মিশর রাফালে এবং টাইফুনের সাথে মিটিওর বিভিআর পাবে না। শুধু তাই নয় মিশরের এই বিশাল F-16 বহরে কোনো বিভিআর নেই। ইসরায়েলের অনুরোধে আমেরিকা আমরাম বিভিআর দেয় নি মিশর কে। অর্থাৎ বুঝতেই পারছে একাধিক অত্যাধুনিক যুদ্ধবিমান থাকতেও একরকম ভাবে কানা মিশরের এই বিমানবাহিনী।