ভারতবর্ষের সার্ভিসে রাশিয়ার এস ৪০০। শত্রুপক্ষের মিসাইলকে আকাশেই ক্ষতম করবে। দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ রাশিয়ার এস সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম হাতে আসার পর পৃথিবীর অনেক দেশের ঘুম উড়ে গেছে। বিশেষ করে আমেরিকার মতো দেশের। কারনে এস সিরিজের প্রতিটি মিসাইল এতো বেশি ক্ষমতাশালী যে যেকোনো দেশের হুমকিকে মুহূর্তের মধ্যে থামিয়ে দিতে পারে। আর সেই কারনে তাদের এই এস সিরিজের মিসাইল ভিন্ন দেশ থেকে ক্রয় করে ইতিমধ্যে একাধিক পরীক্ষা করা শুরু করেছে।
ভারতবর্ষের হাতে এই মিসাইল সার্ভিসে থাকলে চীন এবং পাকিস্তানের যেকোনো হুমকিকে মুহূর্তের মধ্যে আটকে দেবে তা বলাই বাহুল্য। ভারতের আসলেও এস ৪০০ ইতিমধ্যে চীন এবং তুরস্কের মতো দেশ ব্যবহার করছে। তবে জানেন কি এই মিসাইল গুলি কিভাবে অপারেট করতে হয়? বা কতোটা শক্তিশালী? কিভাবে শত্রুপক্ষের বিরুদ্ধে কাজ করতে সক্ষম হয় এই মিসাইল গুলি?