সাধারন মানুষ মহাকাশে ঘোরাতে আমেরিকার অবাক করা প্ল্যান। দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ বাকি দেশ গুলির থেকে যুদ্ধবিমান বা মহাকাশযান তৈরির ক্ষেত্রে যে এককদম এগিয়ে তা বলাই বাহুল্য। তাদের তৈরি করা টেকনোলজি দেখে চীনের মতো বেশ কিছু দেশ যুদ্ধবিমান বা টেকনোলজি তৈরি করে থাকে। তবে মহাকাশে ভ্রমন পিপাসুদের নিয়ে যেতে এক অভিনব চেষ্টা চালানো শুরু করেন ভার্জিন গ্যালাক্ট্রিক।
তাদের তৈরি অভিনব এক যান যা মহাকাশে নিয়ে গিয়ে রেকর্ড ও তৈরি করেছিলেন। দুজন পাইলট ৪ জন ভ্রমন পিপাসুদের নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। এবং পৃথিবী থেকে প্রায় ৩ লক্ষ কিমি উপরে পাড়ি দিয়ে এক নতুন রেকর্ড ও তৈরি করে।