চীনকে বিরুদ্ধে সার্ভিসে অগ্নি মিসাইল। রেঞ্জ এবং গতি জানেন?
নিউজ ডেস্কঃ চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে লড়তে একাধিক পদক্ষেপ গ্রহন করছে ভারতবর্ষ। বিশেষ করে চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে যাতে একসাথে লড়তে পারে ভারতবর্ষ তার ব্যবস্থা করা হচ্ছে। সত্যি কথা বলতে কি যেকোনো সময় ভারতবর্ষ যাতে দুই ফ্রন্টে লড়াই করতে পারে তার ব্যবস্থা নিয়ে রাখা হচ্ছে।
অগ্নি প্রাইম সাফল্যের সাথে পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর হাতে প্রচুর পরিমাণে আসতে চলেছে এই বিশেষ করে মিসাইল। আসলে অগ্নি ১ এবং অগ্নি ২ এর বদলে এই মিসাইল আসতে চলেছে সেনাবাহিনীর হাতে।
সম্পূর্ন কম্পোজাইট ম্যটেরিয়াল দিয়ে তৈরি মিসাইটি কম্পোজাইট ক্যনিস্টার থেকে লঞ্চ করা হয়। মিসাইলটির রেঞ্জের পাশাপাশি প্রচুর পরিমাণে ওয়ারহেড বহন করতেও সক্ষম। ১০০০-২০০০কিমি রেঞ্জের এই মিসাইলটি ৭০০-১০০০ কেজির পরমাণু বা সাধারণ অস্ত্র বহনে সক্ষম। মিসাইলটি দূর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছে। রেঞ্জ দেখে একটা কথা খুব পরিষ্কার অগ্নি-১ ও অগ্নি-২ র বদলে এই মিসাইল সার্ভিসে আসতে চলেছে। পাকিস্তানের বিরুদ্ধে লড়তে এই মিসাইল বিশেষ কাজে আসতে পারে।
ডিসাইন নিয়ে বেশ আশাবাদী সামরিক বিশেষজ্ঞরা। কোনো ফিনস নেই। অগ্নি-৫ এর ছোট ভার্সন বলা যেতে পারে। মিসাইলটির গাইডেন্স সিস্টেম আর কম্পোজাইট আবার অগ্নি-৪ এর। রিএন্ট্রি ভেহিকেল ম্যনুয়েভারেবল। অগ্নি-১ আর ২ কে অবসর করালে ভারতের সমস্ত অগ্নি সিরিজ ফিনস ছাড়া থ্রাস্ট ভেক্টরের ওপর নির্ভর করবে। ফলে এর ফুয়েল এফিসিয়েন্সি অনেক বাড়বে।
আসলে অগ্নি ৫ এর বুস্টারের ডিসাইনকে ছোট আকার দেওয়া হয়েছে দুটি স্টেজে ভাগ করে।
রি এন্ট্রি ভেহিকেলে চারটি ডেল্টা ফিন্স (ক্রপড ডেল্টাও হতে পারে)। এটা টার্মিনাল ম্যনুয়েভারের জন্য।
পুরো ডিজাইনে ৯০+ কম্পোজাইট ম্যটেরিয়াল।
কম্পোজাইট ক্যনিস্টার।
সলিড রকেট মটর।
থ্রাস্ট ভেক্টর ইঞ্জিন ম্যনুয়েভার।
মিসাইলের মিড সেকশানে কোনো ফিনস নেই তাই ড্র্যগ কম।