রাশিয়া

পরমানু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া!

নিউজ ডেস্কঃ রাশিয়া যেকোনো মুহূর্তে বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারে। বিশেষ করে আমেরিকা এবং ন্যাটোর মতো দেশ গুলির বিরুদ্ধে লড়তে আর পিছুপা হবেনা পুতিন, ইতিমধ্যে তা বুঝিয়ে দিয়েছে। আর সেই কারনে একাধিক দিক থেকে নিজেদের গুছিয়ে রেখেছে তারা।

রাশিয়ার Topol-M আইসিবিএম, মস্কো তে মোতায়েন করেছে এটা। এর রেঞ্জ ১১,০০০ কিমি এবং গতি ২২ ম্যাক। রাশিয়া জানিয়েছে প্যারেডের জন্য এগুলো মোতায়েন করেছে তবে রাশিয়ার কথা বিশ্বাসযোগ্য না। ধারনা করা হচ্ছে ন্যাটো হঠাৎ করে ইউক্রেনকে সাহায্য করতে উদ্যত হয়েছে। রাশিয়া কিছুটা হলেও হাবেভাবে বুঝিয়ে দিয়েছে যে যদি ন্যাটো ইউক্রেনে ঢোকে তাহলে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published.