আফগানিস্থান, সিরিয়াকে পুরো ধুলিস্যাত করতে ভয়ংকর ব্যাটেল ট্যাঙ্কার। দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ আফগান এবং সিরিয়া যুদ্ধে যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তা আর নতুন করে কিছু বলার নেই। এই সকল যুদ্ধে বিরাটভাবে ব্যবহার করা হয়েছিল ব্যাটেল ট্যাঙ্ক গুলি। যা বিধ্বংসী আকার নিয়েছিল। এই ট্যাঙ্ক গুলি এসেছিল জার্মানির থেকে।
লিওপার্ড ২। জার্মানির ৮০ র দশকে সার্ভিসে আসা এই যুদ্ধবিমানটি সিরিয়া এবং আফগান যুদ্ধে বিরাট ভয়ংকর রুপ নেয়। বর্তমানে জার্মানি ছাড়াও অষ্ট্রিয়া, ডেনমার্ক, চিলি, গ্রীসের মতো দেশের হাতে রয়েছে এই ব্যাটেল ট্যাঙ্কটি।