যুদ্ধে জঙ্গি ব্যবহারের করছে তুরস্ক!
নিউজ ডেস্কঃ একমাসের বেশি সময় পার করে ধরে যুদ্ধ হয়েছিল আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে। আজারবাইজানকে সরাসরি সমর্থন করে পাকিস্তান এবং তুরস্ক। কিন্তু আর্মেনিয়াকে সেভাবে কেউ সমর্থন করেনি। তবে অনেকেরই মতে সরাসরি না হলেও আর্মেনিয়াকে সাহায্য করেছিল রাশিয়া।
কিছুমাস আগেই সিরিয়াতে আক্রমণ করেছিল রাশিয়ার সেনাবাহিনী। আর তাদের ব্যপক আক্রমনে উত্তর পশ্চিম সিরিয়ায় নিহত তূর্কি মদতপুষ্ট জঙ্গী সংগঠনের ৫৪জন জঙ্গী নিহত হয়। আহত হয়েছে শতাধিক। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে তুরক্সকে কিছুটা চাপে ফেলতে এমন কাজ করেছিল রাশিয়া। প্রথমাবস্থায় কতজন জঙ্গি নিহত হয়েছে স্বীকার না করলেও পরে তা নিশ্চিত হয়ে রাশিয়ার এক সংবাদমাধ্যম জানায় যে তুরস্কের ই ৫৪ জঙ্গি নিহত হয়েছে সেখানে।