চীনের বিরুদ্ধে প্রস্তুত থাকতে কোন ক্লাসের রেডার ইন্সটল!
নিউজ ডেস্কঃ ভারতের হাতে রাফালে আসার পর যে ভারতের শক্তি বৃদ্ধি পেয়েছে তা বলাই বাহুল্য। শুধু তাই নয় পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান হল এই রাফালে। এই রাফালের উপর ভর করে কিছুদিন আগে সিরিয়াতে হামলা চালিয়েছিল ফ্রান্স।
রাফালে পৃথিবীর একমাত্র বিমান যা নিজের খালি অবস্থার ওজনের আড়াই গুন পেলোড বহনের ক্ষমতা রাখে। তার সাথে রাফালে পৃথিবীর একমাত্র পরীক্ষিত এ্যক্টিভ রেডার ক্যন্সেলেশান প্রযুক্তি রয়েছে। অর্থাৎ যুদ্ধ ক্ষেত্রে রাফাল নিজের রেডার সিগনেচার আপনা আপনি কমাতে সক্ষম।
ভারতীয় রাফালে ব্যবহৃত এনহ্যন্সড RBE-2AE AESA রেডার ২৫৬কিমি দুর থেকে 2m² টার্গেটকে ট্রাক করতে পারে। উল্লেখ্য চীনের জেএফ-১৭ এর অস্ত্র ছাড়া অবস্থায় রেডার সিগনেচার 5m²।
RBE-2AE AESA রেডার খুব হাই রেজোলিউশান “সিনথেটিক এ্যপাচার রেডার ইমেজ” নিতে পারে। আর ভারতীয় রাফাল যে ১৩টি আপগ্রেডের সাথে আসছে তার একটি হল ১০ঘন্টা হাই রেজোলিউশান ভিডিও রেকর্ডিং। যা ইসরায়েলের লাইটনিং-২ টার্গেটিং পডের মাধ্যমে ক্যপচার করা হয়।