ভারতবর্ষকে কোন গোত্রের যুদ্ধবিমান অফার করেছে আমেরিকা?
নিউজ ডেস্কঃ আমেরিকার সাথে ভারতবর্ষের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে তা কমবেশি এখন সকলেরই জানা। চীন এবং পাকিস্তানকে এক ঘরে করতে ভারতের সাথে হাত মিলিয়েছে আমেরিকা। আর সেই কারনে আরও সম্পর্ক সুদৃঢ় হচ্ছে এই দুই দেশের মধ্যে। ভারতকে একাধিক যুদ্ধাস্ত্র বিক্রিও করতে চলেছে।
ভারতীয় নৌবাহিনীর জন্য ডাকা ৫৭টি ফাইটার টেন্ডারের জন্য আমেরিকা ভারতকে সুপার হর্নেট ব্লক ৩ অফার করেছে। এই অফার ভারতকে ২+২ বৈঠকে ভারতকে দেওয়া হয়। ফাইটার গুলি ভারতীয় এয়ারক্রাফট ক্যরিয়ার বিক্রমাদিত্য ও বিক্রান্তের ডেক থেকে মিগ-২৯কে এর সঙ্গে অপরেট করা যাবে। এক্ষেত্রে সুপার হর্নেট ব্লক-৩ এর প্রতিদ্বন্দ্বী হল ফ্রেঞ্চ রাফাল-এম।
সুপার হর্নেট ছাড়া সি গার্ডিয়ান ড্রোন ও অন্যান্য একাধিক সিস্টেম ভারতকে অফার করা হয়েছে আমেরিকার তরফ থেকে।