ভারতবর্ষের মিরাজ যুদ্ধবিমানকে কেন স্পেশাল ফোর্স বলা হয়?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের সেনাবাহিনীতে একাধিক স্পেশাল ফোর্স রয়েছে। যা বিশেষ অপারেশান করতে ব্যবহার করা হয়। ঠিক তেমনই ভারতের বায়ুসেনার হাতে স্পেশাল ফোর্সের মতো বেশ কিছু যুদ্ধবিমান রয়েছে। ঠিক তেমনই ভারতের বাহিনীর মিরাজ এবং রাফালে হল সেনাবাহিনীর প্যরা এসএফ এর মত।
সেনাবাহিনীতে কয়েক লক্ষ সেনা থাকলেও কয়েক শত থেকে শুরু করে কয়েক হাজার স্পেশাল ফোর্স রয়েছে। যা শত্রুপক্ষের বিরুদ্ধে সবথেকে বড় অস্ত্র। ঠিক তেমনভাবে পুরো বিমানবাহিনীতে হাজারের বেশি যুদ্ধবিমান থাকলেও মিরাজ বা রাফালের মতো যুদ্ধবিমান হল স্পেশাল ফোর্স। যা শত্রুপক্ষের জন্য ভারতবর্ষের সবথেকে বড় অস্ত্র।
ভারতবর্ষের হাতে থাকা রাফালে যুদ্ধবিমান খুব কম যুদ্ধবিমানের মধ্যে পরে যারা সুপারক্রুজ করতে সক্ষম। রাফাল এর ইঞ্জিন M88-4E এর থ্রাস্ট আফটারবর্ণারের সাথে 95 kN! রাফাল 4টি বিভিআর আর একটি ড্রপ ট্যঙ্কের সাথে Mach 1.4 গতী তুলতে সক্ষম। তুলনায় টাইফুন মাত্র Mach 1.2 সুপারক্রুজ গতী তুলতে সক্ষম।
তবে এখানে দুটি যুদ্ধবিমানের মধ্যে পার্থক্য হল টাইফুনের লো লেভেল উড্ডয়ন ভীষণ খারাপ। রাফালে তৈরি করা হয়েছে লো ফ্লাইটের জন্য।আসলে রাফালের close coupled canards এর কনফিগারেশান রাফালকে আরও এবিষয়ে সক্ষম করে তোলে।