ভারত

ইসরায়েলের থেকে প্রচুর ড্রোন ক্রয় ভারতবর্ষের!

নিউজ ডেস্কঃ চীন, পাকিস্তানের উপর কড়া নজর রাখতে একের পর এক পদক্ষেপ গ্রহন করছে ভারতবর্ষ। বিশেষ করে ইউএভি বা অত্যাধুনিক ড্রোন সার্ভিসে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আর সেই কারনে ইতিমধ্যে বেশ কিছু দেশের সাথে চুক্তি বদ্ধ হয়েছে ভারত এবং আরও কিছু ড্রোন ক্রয় করার জন্য নতুন করে চুক্তি করা হবে।

ইজরায়েলের এক সংবাদপত্র সুত্রের খবর যে ভারত ইসরাইলের সাথে ২০০ মিলিয়ন ডলারের বিনিময়ে অরবিটার ৪ ড্রোন ক্রয় করার চুক্তি করেছে। ড্রোন গুলি বিশেষ নজরদারি চালানোর পাশাপাশি শত্রুর অভ্যন্তরীণ বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে রিয়েল টাইম ইন্টেলিজেন্স দিতে সক্ষম হবে। এর ফলে command, control, communications, computers, and intelligence (C4I) সহ যোগাযোগ ব্যবস্থা স্থাপন এবং কিছু intelligence, surveillance, target acquisition, and reconnaissance (ISTAR)সক্ষমতা বৃদ্ধি পাবে।

সোজাভাবে বলতে গেলে শত্রু কত পরিমাণে সেনা পাঠাচ্ছে রসদ পাঠাচ্ছে বা তাদের অবস্থান সম্পর্কে সঠিক এবং খুঁটিনাটি তথ্য ভারতীয় সেনাকে ও বিমান বাহিনীকে এটি সরবরাহ করতে পারবে। এটি খুব সহজেই শত্রুপক্ষের রেডারের অবস্থান এবং বিভিন্ন যোগাযোগের স্থান ট্র্যাক করতে সক্ষম হয়। প্রায় ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে এগুলি টানা ২৪ ঘণ্টা সার্ভিস দিতে সক্ষম। ইলেক্ট্রিক প্রোপাল্সানে চালিত হওয়ায় এবং জিওমেট্রিক স্টেল্থ ক্ষমতা একে আরও আধুনিক ড্রোনে পরিনত করেছে।

ভারতবর্ষের সেনাবাহিনীর আর্টিলারির বড় সাপোর্ট যুদ্ধাস্ত্র হতে পারে এই ড্রোন। পাশাপাশি মেরিটাইম প্যট্রলিং ও করতে পারে এই ড্রোন এটি।

Leave a Reply

Your email address will not be published.