ভারত

জঙ্গিদের প্রতিটি পদক্ষেপ হাতে পেতে বিরাট বড় পদক্ষেপ!

নিউজ ডেস্কঃ জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে চটজলদি পদক্ষেপ গ্রহন করতে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছে কেন্দ্র। বিশেষ করে তালিবান ক্ষমতায় আসার পর থেকে কাশ্মীর সহ ভারতবর্ষের বেশ কিছু জায়গায় নিরাপত্তা বিরাটভাবে বাড়ানো হয়েছে। জঙ্গিদের কার্যকলাপ যাতে চটজলদি ভারতবর্ষের হাতে আসে সেই কারনে বেশ কিছু বছর আগে এক প্রোজেক্ট শুরু হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লঞ্চ করতে চলেছে NATGRID বা ন্যাশানাল ইনটেলিজেন্স গ্রিড সিস্টেম। তবে এই সিস্টেম সম্পর্কে অনেকেরই ধারনা নেই। আসলে এটি একটি মাস্টার ডাটাবেস সিস্টেম যা অপরাধ এবং জঙ্গি বিরোধী কার্যকলাপ কমাবে। বিশেষ এই টেকনোলোজি ট্যাক্স, টেলিকম, ক্রেডিট, ডেবিট, ফ্লাইট ও রেলওয়ে টিকিট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সহ দেশের ভেতর থাকা মানুষের যাবতীয় তথ্য বিশ্লেষন করবে। এই সিস্টেম সমস্ত তথ্য বিশ্লেষণ করার পর সন্দেহভাজনকে কে দেখে করে তার সমস্ত তথ্য দেখবে যাতে সম্ভাব্য জঙ্গি আক্রমণ গুলিকে আটকানো সম্ভব যায়। ED, IB সহ সেন্ট্রালের প্রধান ১০ টি এজেন্সি সহ ভারতের ৯৫০ টি গুরুত্বপূর্ণ সংস্থা কে এর আওতায় যুক্ত করা হতে চলেছে। ভারতবর্ষে ২৬/১১/২০০৮ এর পর এই সিস্টেম তৈরির কাজ শুরু হয়েছিল যা এবার লঞ্চ হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published.