ভারত

শ্ত্রুদেশের তুলনায় ১০ গুন বেশী গতির আক্রমণ করতে ভারতবর্ষের কাছে কোন ক্লাসের টর্পেডো আছে জানেন?

নিউজ ডেস্কঃ জল থেকে স্থল কোনও কিছুতেই পিছিয়ে থাকবেনা ভারতীয় সেনা। কিছু মাস আগেই জানানো হয়েছিল যে ডিআরডিও তাদের স্বপ্নের প্রোজেক্টের দিকে এগিয়ে যাচ্ছে। এবং সবঠিক থাকলে হয়ত সারা পৃথিবীতে ভারত এমন কিছু আবিষ্কার করবে যা সকলকে হতচকিত করে দিতে পারে। এবার জলের মধ্যেই শত্রুপক্ষের সাবমেরিনকে ডুবিয়ে দেবে এই নতুন অস্ত্র।

ডিআরডিও সাফল্যের সঙ্গে Supersonic Missile Assisted Release of Torpedo (SMART) এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে। SMART ভারতের নেভির জন্য বিরাট গেম চেঞ্জার অস্ত্র। সোজাকথায় এটা একটা মিসাইল যার ওপরে একটি টর্পেডো থাকে ওয়ারহেডের সাথে। এবার মিসাইলটি ফায়ার করা হল এবং তা ক্রুজ মিসাইলের মত ফ্লাই করে টার্গেটের ১০-১৫কিমি দুরে নিজের গতীকে কমালো তারপর মিসাইল থেকে আলাদা হল টার্পেডো। জলের মধ্যে এবার তা ডুবে নিজের এ্যক্টিভ সিকার অন করলো এবং টার্গেটে গিয়ে বুম। ভারতের এই নতুন SMART এর রেঞ্জ ৬৫০কিমির বেশি। যেখানে সাধারন টর্পেডো রেঞ্জ ৪০-৫০কিমির মত হয় সেখানে এটা ৬৫০+। যেকোনো দেশের নেভি র সাবমেরিন ও শিপের জন্য সাক্ষাৎ দুঃস্বপ্ন!

Leave a Reply

Your email address will not be published.