ভারতবর্ষের একমাত্র কোন যুদ্ধজাহাজ (Aircraft carrier) পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল জানেন?
১৯৭১সাল। ভারত পাকিস্তান যুদ্ধে নৌবাহিনীর এক বড় অবদান যা আজও অনস্বীকার্য! বলতে গেলে ভারতীয় নৌবাহিনীর করাচী বন্দরে অপরেশান ট্রাইডেন্ট ও পাইথনের প্রভাব আর তৎকালীন পূর্ব পাকিস্তানের জলসীমায় নেভাল ব্লকেড বাংলাদেশ স্বাধীনতার মূল ভূমিকা করেছিল। এই সবই হয়েছিল নৌবাহিনীর দক্ষতা আর আর তাদের পরাক্রম !
কিন্তু এই নেভাল ব্লকেডের জন্য ভারতের একটা অস্ত্র বিরাট ভূমিকা পালন করে এসেছে। আর সেটা ভারতের তথা দঃ এশিয়ার প্রথম এয়ারক্রাফট ক্যরিয়ার আইএনএস ভিক্রান্ত ! এয়ারক্রফট ক্যরিয়ার থাকার উপযোগীতা সেদিন বিশ্ব খুব ভালো ভাবে আবারও উপলব্ধি করেছিল।
ভারতের ক্যরিয়ার ফ্লিট ৬০ এর দশক থেকে এ্যক্টিভ। যা ভারতকে ক্যরিয়ার ব্যবহারের অভিজ্ঞতার দিক থেকে বর্তমানে এশিয়ার সব থেকে উঁচু স্থানে রেখেছে। ভারতের নৌবাহিনীর ইতিহাসে মোট ৪টি ক্যরিয়ার কমিশন হয়েছে আর ২ টি সার্ভিসে আছে। ক্যরিয়ার গুলোর নামঃ
♦ আইএনএস ভিক্রান্ত (আর১১)
♦ আইএনএস ভিরাট (আর২২)
♦ আইএনএস বিক্রমাদিত্য (আর৩৩)
♦ আইএনএস ভিক্রান্ত (আর৪৪)
এখানে প্রথম ভিক্রান্ত ভারত ১৯৭১ সালে ভারত পাক যুদ্ধে ব্যবহার করেছিল। আর শেষের ভিক্রান্তটি বর্তমানে সার্ভিসে রয়েছে।