ভারত লাগোয়া সীমান্তে কোন কোন গোত্রের হেলিকপটার এবং যুদ্ধবিমান মোতায়েন আছে জানেন?
নিউজ ডেস্কঃ লাদাখে পরিস্থিতি কিছুটা ঠাণ্ডা হলেও এখনও শান্ত নয়। বেশ কয়েকদিন আগে থাকতেই একাধিক যুদ্ধবিমান ভারত লাগোয়া সীমান্তে জড় করছিল চীন। এবং তা বেশ কয়েকবার প্রমাণও পায় ভারত। তবে সেভাবে গুরুত্ত্ব দেওয়া হয়নি।
তবে তার মধ্যে থেকে ভারতও নিজেদের শুখোই সু ৩০ যুদ্ধবিমান গুলি সেখানে মোতায়েন শুরু করে। শুধু শুখোই নয় পাশাপাশি মিগ ২৯ upg, জাগুয়ার, মিরাজ ২০০০ এর মতো বিমানও রাখা রয়েছে। এবং সেগুলিকে যাতে অল্প সময়ের নোটিশেই কমব্যাট অপরেশানে পাঠানো যায় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে।
শুধু যুদ্ধবিমান নয় পাশাপাশি একাধিক ফাইটার হ্যালিকপ্টার থেকে শুরু করে হেভি কার্গো গুলিকেও কাজে লাগানো হতে পারে। বিশেষ করে AH 64E অ্যাপাচি আট্যাক কমব্যাট হ্যালিকপ্টার। অ্যামেরিকার থেকে নেওয়া CH 47 CHINHOOK হেবি কার্গো। এছাড়াও MI17 এর মতো হেলিকপ্টারকে মোতায়েন করা আছে।
মিশানের জন্য বা চীনের উপর নজর রাখতে নৌবাহিনীর P81 কে কাজে লাগানো হতে পারে।