ভারত

ভারতবর্ষের নৌবাহিনী নিজেদের যুদ্ধজাহাজ কেন নিজেরা ধ্বংস করে দেয় জানেন?

নিউজ ডেস্কঃ ভারতের সেনাবাহিনীদেরকে প্রস্তুত থাকার জন্য সবসময় হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। আর সেই কারনে পৃথিবীর অন্যতম সেরা সৈনিক বলা হয়ে থাকে ভারতীয় আর্মিকে। এবং এর পেছনে সবথেকে বড় কারন হল এই যে অনুশীলন করার পদ্ধতিই একদম অন্যরকম।

ভেবে দেখেছেন কি হয় যখন সাবমেরিন থেকে নিক্ষেপ করা কোন টর্পেডো কোন যুদ্ধ জাহাজকে আঘাত করে ? ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অবসরে পাঠানো রাজপুত ক্লাস ডেসট্রয়ার আই.এন.এস রঞ্জিত কে ধ্বংস করেছিল সেনাবাহিনী। শুনে অবাক হচ্ছেন? আসলে ২০১৯ এ এই ৪০০০ টনের ডেসট্রয়ার টিকে অবসরে পাঠানো হয়। আর ২০২১ এর এক্সারসাইজ এ এটিকে ভারতীয় নৌবাহিনীর একটি কিলো ক্লাস সাবমেরিনের টার্গেট বানানো হয়। সাবমেরিনের থেকে ছোড়া টর্পেডোর আঘাতে বিশাল যুদ্ধ জাহাজটির সলীল সমাধি ঘটে।

এটাও এক দিক থেকে ভালো বলেই মনে করেন সামরিক বিশেষজ্ঞদের একাংশ। কারণ চীন তাদের অবসরে পাঠানো যুদ্ধাস্ত্র গুলি দূর্বল দেশ গুলির কাছে রংচং করে বিক্রি করে, আর ভারতীয় সেনা অবসরে পাঠানো জাহাজ গুলি দিয়ে যুদ্ধের অভ্যাস করে সেনাবাহিনীকে দিয়ে।

Leave a Reply

Your email address will not be published.