বিদেশ থেকে যুদ্ধাস্ত্র কেন ক্রয় করা থেকে কেন পিছিয়ে আসছে ভারতবর্ষ?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষ সামরিক ক্ষেত্রে পিছিয়ে থাকার একটা বড় কারন হল অবজ্ঞা এবং অবহেলা। কারন ভারতের দেশীয় প্রযুক্তির উপর ঠিকঠাকভাবে গুরুত্ব না দেওয়ার কারনে এতোটা পিছিয়ে রয়েছে। আর সেই কারনে ফল ভুগতে হয় দেশের সেনাবাহিনীকেও।
অ্যান্টি ড্রোন সিস্টেম নিয়ে ইতিমধ্যে ভারতবর্ষে বেশ আলোচনা, সমালোচনা হতে শুরু করেছে কিন্তু ভেবে দেখুন যদি আজ ডি আর ডি ও এর কথা শোনা হত হয়ত বড় ধরনের কোন সমস্যা হতনা।
ডি আর ডি ও এবং জটায়ু গ্রুপের তৈরি অ্যান্টি ড্রোন সিস্টেম। একটি ভারতীয় স্টার্টআপ সংস্থার তৈরি এই অ্যান্টি ড্রোন সিস্টেম। হায়দ্রাবাদের জেন টেকনোলজির তৈরি এই সিস্টেমের নাম ZADS বা Zen anti drone system বলা হয়ে থাকে।
অন্যদিকে ভারত ইসরায়েলের থেকে ইসরায়েল এরোস্পেসের তৈরি ড্রোন গার্ড সিস্টেম ক্রয় করছে। আর এই দুই সিস্টেমকে যদি তুলনা করা যায়। অর্থাৎ ইসরায়েলের ড্রোন গার্ড সিস্টেম এবং ZADS এর পাশাপাশি তুলনা করলে দেখা যাবে যে দুটি সিস্টেমই সমান কিন্তু রেঞ্জের ব্যাপার সামনে আসলে ইসরায়েলের তৈরি ড্রোনের রেঞ্জ ৪.৫ কিমি এবং ভারতের দেশীয় প্রযুক্তির তৈরি ZADS সিস্টেমের রেঞ্জ ১০ কিমি।তবুও এই টেকনোলোজি অর্ডার পাচ্ছেনা। সুতরাং এরকম চলতে থাকলে দেশীয় সংস্থা গুলি এগোবে কি করে? কখনও ভেবে দেখেছেন?