পৃথিবী

তুরস্কের বিরুদ্ধে নিজেদের প্রস্তুত রাখছে গ্রীস!

নিউজ ডেস্কঃ শত্রুর শত্রু আমার বন্ধু। এই নীতি নিয়ে সারা পৃথিবীতে একাধিক সমীকরণ চলে। বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে। সম্প্রতি পাকিস্তানের সাথে তুরস্কের বন্ধুত্ব কমবেশি সকলেরই জানা। আর সেই কারনে তুরস্কের সাথে ভারতের শত্রুতা হয়েছে নতুন করে হয়েছে উল্টো দিকে গ্রীসের সাথে বন্ধুত্ব। তবে শুধু গ্রীসের সাথেই নয় তুরস্কের শত্রু এবং গ্রীসের বন্ধু হল ফ্রান্স আর ফ্রান্সের সাথে এখন বিরাট বন্ধুত্ব রয়েছে ভারতবর্ষের। আর সেই কারনে ভারতবর্ষের পাশাপাশি গ্রীসকেও একাধিক যুদ্ধাস্ত্র দিতে চলেছে ফ্রান্স। আর এর ফলেই তুরস্কের বিরুদ্ধে নিজেদের নৌবাহিনীকে ঢেলে সাজাচ্ছে গ্রীস।

তূর্কির বিরুদ্ধে এবার নিজের সমর শক্তিকে ঢেলে সাজাতে চলেছে গ্রীস। গ্রীস ফ্রান্সের নৌবাহিনী এবং ইউরোপের এমবিডিএ এর সাথে নতুন করে মৌ চুক্তি সাক্ষর করেছে। আর এই MOU এর ফলে গ্রীস ফ্রান্সের নৌবাহিনীর থেকে তিনটি Frégate de défense et d’intervention যুদ্ধজাহাজ ক্রয় করতে চলেছে। আরও একটি অতিরিক্ত এই শ্রেনীর ফ্রিগেট ক্রয় করার জন্য আলোচনা চালান হচ্ছে। এই ফ্রিগেট গুলি ৪,৪৬০টনের। ৮টি এ্যন্টি শিপ ক্রুজ মিসাইল এবং ১৬টি এ্যস্টার ৩০ টি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম থাকবে। এই ফ্রিগেট গুলির যুদ্ধাস্ত্রের জন্য ১২০+কিমি রেঞ্জের ASTER 30 B1 এয়ার ডিফেন্স মিসাইল এবং ২০০কিমি রেঞ্জের Exocet MM40 Block 3c মিসাইলের চুক্তি করেছে গ্রীস এমবিডিএ এর সাথে।

দুর্দান্ত এয়ারডিফেন্স মিসাইল। তবে এই যুদ্ধজাহাজ গুলির এয়ার ডিফেন্স মিসাইলের সংখ্যা খুবই কম।

Leave a Reply

Your email address will not be published.