সেনাবাহিনীর কোনোরকম ক্ষতি করতে পারবেনা চীন! জানুন বিস্তারিত
নিউজ ডেস্কঃ ভবিষ্যতে সবথেকে বড় বিপদ হল সাইবার হানা। আর সেই কারনে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে সরকার। কারন ইতিমধ্যে একাধিক রিপোর্টে একটা কথা খুব স্পষ্ট যে চীনের সাইবার ক্রাইম দিনে দিনে বেড়ে চলেছে। পৃথিবীর একাধিক দেশের উপর তাদের নজরদারির প্রমান পাওয়া গেছে। আর সেই কারনে যাতে চীনের এই সাইবার হামলা ঠেকানো যায় তাই নিয়ে একাধিক কাজ করেছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে সেনাবাহিনীর কোনোকিছু যাতে চীনের দ্বারা ক্ষতি না হয় সেই কারনে ইতিমধ্যে এক বিরাট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর ১০০ জন বাছাই করা জওয়ানকে আমেরিকায় পাঠানো হয়েছে। এই জওয়ানদেরকে বিশেষ ট্রেনিং দেওয়া হবে যাতে ভারতের সেনাবাহিনীর একাধিক সিকিউরিটি উপর নজরদারি চালানো যেতে পারে। বিশেষ করে সাইবার সিকিউরিটি আর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ট্রেনিং দেওয়ানো হবে এই জাওয়ানদেরকে। আগামিদিনে এরাই বড় সাইবার যোদ্ধা হতে চলেছে যারা সাইবার হামলার মোকাবেলা করতে সক্ষম হবে। ভারতে আসার পর এদের দিয়ে আরও নতুন কিছু জওয়ানদের ট্রেনিং দেওয়ানো হতে পারে বলে মত সামরিক বিশেষজ্ঞদের একাংশের।