রাশিয়া

আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে সহজেই টেক্কা দেবে রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ আমেরিকার কাছে থাকা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান টি এখনও পর্যন্ত সেরা যুদ্ধবিমান ধরা হয়। কারন বাকি দু একটি দেশের হাতে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থাকলেও তা আমেরিকার এই পঞ্চম প্রজন্মের সাথে টক্কর দিয়ে উঠতে পারবে না বলে ধরা হয়। তবে কিছুদিন আগে রাশিয়ার সেনাবাহিনীতে তাদের প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সার্ভিসে এনেছে। ২০১০ সালে এই যুদ্ধবিমান প্রথমবার আকাশে দেখা গেলেও ২০২০ সালে তা রাশিয়ার সেনাবাহিনীর অন্তর্গত হয়।

যুদ্ধবিমানটি রেডারকে ফাঁকি দেওয়ার পাশাপাশি সুপারসনিক গতিতে হামলা চালাতে সক্ষম। এছাড়াও এই মাল্টিরোল যুদ্ধবিমানটি ৩৫ বছর সার্ভিসে থাকবে বলে আশা করা হচ্ছে।

১ জন ক্রিউ মেম্বার নিয়ে ১৭০০০ কেজি অস্ত্র বহন করতে সক্ষম। এছাড়াও এর সর্বচ্চ গতিবেগ ২১২০কিমি/ ঘণ্টা গতিবেগে ৬৬০০০ ফুট উচ্চতা থেকে হামলা চালাতে পারে। যুদ্ধবিমানটি বায়ু থেকে বায়ুতে, আকাশ থেকে ভুমিতে হামলা চালানোর পাশাপাশি অ্যান্টিশিপ এবং অ্যান্টি রেডিয়েশান মিসাইল বহন করে।

Leave a Reply

Your email address will not be published.