পোর্টেবেল ব্রিজ ব্যবহার করতে চলেছে ভারতবর্ষ!
নিউজ ডেস্কঃ দেশের যেকোনো প্রান্তে যেকোনো মুহূর্তে এবং যেকোনো পরিস্থিতে যাতে সেনাবাহিনী পৌঁছে যেতে পারে সেই কারনে একাধিক পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীর হাতে একাধিক অত্যাধুনিক অস্ত্র আসছে। পাশাপাশি এমন কিছু যানবাহন ক্রয় করা হচ্ছে যাতে যেকোনো মুহূর্তে যেকোনো স্থানে পৌঁছে যেতে পারে সেনাবাহিনী।
ভারতীয় সেনার হাতে ইতিমধ্যে ১২ টি দেশীয় প্রযুক্তির ১০মিটারের শর্ট স্প্যন ব্রীজিং সিস্টেম এসেছে। আসলে এগুলি পোর্টেবেল ব্রিজ যা ভারতীয় সেনাবাহিনীর মোবিলিটিকে বৃদ্ধি করার পাশাপাশি সেনাবাহিনীর দ্রুত পরিবহনে সাহায্য করবে।
অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর কোন ট্রাক, আর্মার্ড ক্যরিয়ার বা লাইট ট্যঙ্ক কোনো খালের ধারে আটকে থাকলে সেগুলিকে রক্ষা করবে। অর্থাৎ ব্রিজ না থাকলে এগুলো ব্যবহার করে একটি সাময়িক ব্রীজ স্থাপন করা হবে পারাপারের জন্য।