ভারত

ভারত এবং রাশিয়ার স্যাটেলাইট দুর্ঘটনায় ভবিষ্যতে বুঝে পদক্ষেপ নেবে দুই দেশ!

নিউজ ডেস্কঃ রাশিয়া আর ভারতের বন্ধুত্ব যে কতোটা গভীর তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা। আর সেই কারনে যৌথভাবে একাধিক মিসাইল থেকে শুরু করে একাধিক যুদ্ধাস্ত্র একসাথে তৈরি করার চেষ্টা চলছে। তবে ভারত এবং রাশিয়ার স্যাটেলাইট দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিল কিছু মাস আগে।

রাশিয়ার জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস জানিয়েছে — রাশিয়ার আর্থ রিমোট সেনসিং স্যাটেলাইট Kanopus-V (৪৫০ কেজি) এবং ভারতের আর্থ রিমোট সেন্সিং স্যাটেলাইট CARTOSAT-2F (৭০০ কেজি) স্যাটেলাইট। এই দুটি স্যাটেলাইট বেশ কিছু মাস আগে বিপদজনক ভাবে একে অপরের কাছাকাছি চলে আসে। মহাকাশে এই দুই স্যাটেলাইটের মধ্যে দূরত্ব কমে দাঁড়িয়েছিল মাত্র ২২৪ মিটারে। দুই দেশের এই স্যাটেলাইট গুলির প্রধান কাজ পৃথিবীর ওপর নজরদারি চালানো।

যদিও এই ব্যাপারটি জানিয়েছিল রাশিয়ার রসকসমস। বিজ্ঞানীদের মতে, মহাকাশে কক্ষপথে যেভাবে দ্রুত স্যাটেলাইটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে নিকট ভবিষ্যৎ এ এই ধরনের ঘটনা আরো বৃদ্ধি পাবে। তবে কি করে এই দুর্ঘটনা এড়ানো জায় সেই নিয়েও চিন্তা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.