হাই রিস্ক অঞ্চলে রোবট টেকনোলোজি মোতায়েন
নিউজ ডেস্কঃ এমন কিছু প্রোজেক্ট থাকে যেখানে যেতে হয় প্রান হাতে নিয়ে। আর এর ফলে প্রচুর সেনা ইতিমধ্যে প্রান হারিয়েছে। আর সেই কারনে টেকনোলোজির উপর জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে দেশীয় প্রযুক্তিতে তৈরি এমন কিছু তৈরি করা হচ্ছে যাতে সেনা সাহায্য পাবে।
L&T CAIR এর সঙ্গে যৌথভাবে আধুনিক মিলিটারি রোবট ডিজাইন ও ডেভেলপ করা হচ্ছে। এগুলি সার্ভিলেন্স এবং রেকনসাস মিশন কাজে লাগবে। এই রোবোট গুলো কোন জায়গায় এরিয়া ম্যাপিং ও এক্সপ্লোর করতে পারে একটি নিদৃষ্ট জায়গা জুড়ে। বিশেষ করে যেখানে কোন হাই ভ্যালু টার্গেট আছে ,ও হাই রিস্ক। এক কোম্পানী মুখপাত্র বলেন যে “কোম্পানির হাই টেক রোবট গুলি বিভিন্ন সামরিক মিশনের জন্য বানানোর সক্ষমতা লাভ করেছে। মোট তিন ধরনের রোবট তৈরী হয়েছে।
Sentry কোন জায়গায় ক্যাম্পাস জায়গা ম্যাপিং ও এক্সপ্লোর করতে। Mini Ugv মনুষ্য রোহিত গ্রাউন্ড ভেহিকেল ট্রাকেড সার্ভালেন্স ও রিকন অপারেশন জন্য। Balbot ক্ষুদ্র ড্রাইভ রোবট গড়িয়ে চলা রোবট ছোট জায়গার ভিজুয়াল সার্ভালেন্স ও রেকনসাস মিশন করতে সমর্থ।