অ্যামেরিকা

রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে কেন পরীক্ষা আমেরিকার?

নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই আমেরিকার মসনদে বসেছে জো বাইডেন। তার প্রেসিডেন্ট হওয়ার পর যে আন্তর্জাতিক অনেক সম্পর্ক বদলাতে চলেছে তা বলাই বাহুল্য। যদিও ইতিমধ্যে আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছে যা আগামিতে আরও বাড়তে চলেছে এই দেশের সাথে। শুধু আরবের সাথে নয় পৃথিবীর বহু দেশের সাথে নতুনভাবে সম্পর্ক তৈরি এবং ভাঙ্গতে চলেছে তাদের, আর সেই কারনে সারা পৃথিবীর বিদেশনীতি কিছুটা হলেও পরিবর্তন হবে। তবে আমেরিকা তাদের জাতীয় স্বার্থেই যে তা করে সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর সেই কারনে আমেরিকার চিরশত্রু রাশিয়ার ওপর সর্বদা নজর রেখে চলে। রাশিয়ার বিদেশনীতি থেকে শুরু করে তাদের সামরিক ক্ষেত্র। বিশেষ করে তাদের সামরিক ক্ষেত্রের বেশ কিছু টেকনোলোজি নিয়ে বেশ চিন্তিত আমেরিকা।

আমেরিকা দীর্ঘদিন ধরেই রাশিয়ান প্যান্টাসির- S1E সিস্টেমের উপর পরীক্ষা করেছে। আমেরিকার এক সূত্র এই খবর লিক বের করেছে। লিবিয়ায় মোতায়েন থাকা একটি গোটা প্যান্টাসির সিস্টেম এবং তার টেকনিক্যাল তথ্য আমেরিকা গোপনে জার্মানি তে তাদের বেসে এনে পরীক্ষা করছে বেশ কিছুদিন ধরেই। যা বহুদিন পর প্রকাশ করা হয়েছে। তবে আমেরিকা কি ভাবে তাদের এই মিশন শেষ করার পাশাপাশি গোপন রেখেছিল সেই বিষয়ে কিছুই জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published.