আরও ভয়ঙ্কর এবং আপগ্রেডেড যুদ্ধবিমান যুক্ত হওয়ার পথে ভারতীয় বিমানবাহিনীতে
অবশেষে বহু কাঙ্খিত তেজস মার্ক ১এ যুদ্ধবিমান যুক্ত হতে চলেছে ভারতীয় বায়ুসেনায়। ভারতীয় বায়ুসেনা প্রথম ব্যাচে ১৬টি তেজস মার্ক ১এ পাবে যেগুলি খুব শীঘ্রই বায়ুসেনার যুদ্ধবিমান স্কোয়াড্রনে যুক্ত হবে। হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড বা হ্যালের চেয়ারম্যান ও সিইও সিবি অনন্তকৃষ্ণান নিজেই এই খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন তেজস মার্ক ১এ আগামী কয়েক মাসের মধ্যেই ভারতীয় বায়ুসেনাকে সরবরাহ করবে হ্যাল।
২০২১ সালের এরো ইন্ডিয়া শোতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হ্যালের সাথে ৮৩টি এলসিএ বা লাইট কমব্যাট এয়ারক্রাফটের চুক্তি করে। প্রায় ৪৮,০০০ হাজার কোটি টাকার এই চুক্তি অনুযায়ী হ্যাল ভারতীয় বিমানবাহিনীতে ৭৩টি তেজস মার্ক ১এ এবং ১০টি তেজস মার্ক ১ প্রশিক্ষন বিমান সরবরাহ করবে আট বছরের মধ্যে অর্থাৎ ২০২৯ সালের মধ্যে। সেসময় দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে এটাই সবচেয়ে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। চুক্তির সময়েই বলা হয় ২০২৪ সালের মধ্যে হ্যাল ৩টি তেজস মার্ক ১এ এবং পরবর্তী পাঁচ বছরে প্রতিবছরে ১৬টি তেজস মার্ক ১এ ভারতীয় বায়ুসেনাকে দেবে। সেই মতো প্রথম ব্যাচে ১৬টি তেজস মার্ক ১এ এর মধ্যে তিনটি মার্ক ১এ এবছরই ভারতীয় বায়ুসেনাতে যুক্ত হবে এবং বাকী বিমানগুলি আাগমী বছর ৩১ মার্চের মধ্যে হ্যাল সরবরাহ করবে। এর আগে হ্যাল ৪০টি তেজস মার্ক ১ বিমানের অর্ডার পেয়েছিল ভারতীয় বায়ুসেনার কাছ থেকে। সিবি অনন্তকৃষ্ণান জানিয়েছেন ৩১টি মার্ক ১ আগেই বায়ুসেনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, বাকী নয়টি মার্ক ১ এর মধ্যে পাঁচটি দুই আসন বিশিষ্ট বিমান এবছরই বায়ুসেনাকে হস্তান্তর করা হয়েছে এবং অবশিষ্ট চারটি মার্ক ১ কিছু সময়ের মধ্যেই বায়ুসেনাকে পাঠিয়ে দেওয়া হবে। হ্যালের তৈরি তেজস মার্ক ১ ও মার্ক ১এ বয়ুসেনার কাছে এতটাই কার্যকর মনে হয়েছে যে আরও ৯৭টি তেজস মার্ক ১এ কেনার সিদ্ধান্ত নিয়েছে বায়ুসেনা। প্রতিরক্ষা মন্ত্রক গত এপ্রিল মাসেই হ্যালকে ৯৭টি মার্ক ১এর জন্য টেন্ডার পাঠিয়েছে। এই ৯৭টি মার্ক ১এ কেনার জন্য অন্তত ৬৭,০০০ কোটি টাকা খরচ হবে।
তেজস মার্ক ১এ তৈরির পাশাপাশি তেজস মার্ক ১ বিমানগুলিকে মার্ক ১এ স্ট্যান্ডার্ডে আপগ্রেড করার জন্যও কাজ করছে হ্যাল। হ্যাল মার্ক ১ বিমানে পাঁচটি আপগ্রেডেশন করছে যাতে এগুলি মার্ক ১এর সমতুল্য হয়। এই পাঁচটি আপগ্রেডেশনের মধ্যে দুটি গুরুত্বপূর্ন আপগ্রেড এসা রেডার যুক্ত করা এবং নতুন ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট ইনস্টলের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। মার্ক ১কে আপগ্রেড করে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র এয়ার টু এয়ার মিসাইল এবং অত্যাধুনিক আসরাম মিসাইল যুক্ত করা হবে। এই আসরাম মিসাইল ইউরোপের বিখ্যাত যুদ্ধাস্ত্র নির্মান সংস্থা এমবিডিএর থেকে লাইসেন্স নিয়ে ভারতেই তৈরি হয়। আকাশেই অন্য বিমান থেকে জ্বালানি ভরার জন্য হ্যাল তেজস মার্ক ১ বিমানে মার্ক ১এ ভার্সনের থেকেও উন্নত প্রোব যুক্ত করার পরিকল্পনা করেছে। তবে মার্ক ১ ভার্সনে আরও বেশ কিছু ছোট ছোট আপগ্রেডেশন ও পরীক্ষা বাকী আছে যেমন হ্যাল তেজসে ট্যুইন রেল প্রযুক্তি যুক্ত করতে চলেছে যাতে তেজস দ্বিগুন সংখ্যক আসরাম মিসাইল বহন করতে পারে, যা তেজস মার্ক ১ যুদ্ধবিমানকে আরও বেশী ঘাতক করে তুলবে।