ভারত

আফগানিস্থানে বিনিয়োগ আদৌ করবে ভারতবর্ষ!

নিউজ ডেস্কঃ তালিবানরা আফগানিস্থানে ক্ষমতায় আসার পর থেকে ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরের কথাবার্তা শুরু হয়ে গেছে। আসলে তালিবানদের উপর কেউ ভরসা করতে পারছে না। কারন বন্দুকের নলের উপর ক্ষমতায় আশা এই তালিবান যে শুধু নিজেদের মতের বাইরে বেরোতে চায়না ঠিক তেমনি আবার নারি স্বাধীনতাকে প্রাধান্য দেয়না। ঠিক এরকম একাধিক কারনে তালিবানদের উপর ভরসা করে আফগানিস্থানে বিনিয়োগে ভরসা পাচ্ছে না ভারতবর্ষ। তবে তালিবানদের উপর থেকে একাধিক আশ্বাস দেওয়া হয়েছে ভারতবর্ষকে।

আফগানিস্থানের তালিবান প্রশাসন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে  “আমরা আশা করি তারা ভারত-পাকিস্তান তাদের অভ্যন্তরীণ লড়াইয়ে আফগানিস্তানকে ব্যবহার করবে না, তাদের একটি দীর্ঘ সীমানা আছে, তারা সীমান্তে নিজেদের মধ্যে যুদ্ধ করতে পারে।  তাদের এই জন্য আফগানিস্তান ব্যবহার করা উচিত নয় এবং আমরা কোন দেশকে এর জন্য আমাদের জমি ব্যবহার করতে দেব না। তাদের (ভারতের) প্রকল্পগুলি যা আফগানিস্তানের মানুষের জন্য ভাল এবং যা আফগানিস্তানের মানুষের কল্যাণে অবদান রাখে, যদি তা অসম্পূর্ণ থাকে তবে তারা এটি সম্পূর্ণ করতে পারে।  আমরা যার বিরোধিতা করছিলাম তা ছিল সাবেক সরকারের সাথে তাদের সাইডিং।

আমরা শেষ ২ দশক ধরে যা চেয়েছিলাম তা হল, ভারত সহ দেশগুলোর আফগানিস্তানের জনগণের সাথে সম্পর্ক থাকা উচিত। পাশাপাশি তাদেরও উচিত স্বাধীনতার জন্য আফগানিস্তানের জনগণের অভিপ্রায় স্বীকার করা। এটা ছিল আমাদের বক্তব্য এবং আমাদের অবস্থান এবং আমরা সবসময় বলেছি যে কেউ যেন সেই পুতুল সরকারের পাশে না থাকে।  তাদের উচিৎ আফগানিস্তানের জনগণকে সমর্থন করা”।

Leave a Reply

Your email address will not be published.