চীনের আক্রমণ ঠেকাতে আমেরিকার যে হেলিকপ্টার দরকার? দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ আমেরিকার যুদ্ধাস্ত্র গুলি যে পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধাস্ত্র তা আর নতুন করে কিছু বলার নেই। কারন ৬০ এবং ৭০ এর দশক থেকে আমেরিকার অত্যাধুনিক যুদ্ধাস্ত্র গুলি আন্তর্জাতিক বাজারে চাহিদার পাশাপাশি বিরাট দামে বিক্রি হয়েছে। বিশেষ করে যুদ্ধবিমান বা এমন কিছু হেলিকপ্টার আমেরিকা তৈরি করেছে যা সত্যি প্রশংসনীয়।
এ এইচ ৬৪ অ্যাপাচে। হেলিকপ্টার গুলি নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম সেরা হেলিকপ্টার। ১৯৭৫ সালে প্রথমবার আকাশে উড়তে দেখা যায় এই হেলিকপ্টার গুলি, ১৯৮৬ সালে প্রথম সার্ভিসে আসে এই বিধ্বংসী হেলিকপ্টার গুলি। দিনের পাশাপাশি রাতেও সমানভাবে আক্রমণ করতে সক্ষম। আমেরিকা ছাড়াও, ইসরায়েল, ইজিপ্ট, নেদারল্যান্ড এবং ভারতের বায়ুসেনায় এই হেলিকপ্টার গুলি দেখতে পাওয়া যায়।
৪০০০ কেজি যুদ্ধাস্ত্র বহনে সক্ষম, পাশাপাশি ২৯৩ কিমি/ঘণ্টা গতিবেগে ২০,০০০ ফুট থেকে হামলা চালাতে সক্ষম।