ভারত

যুদ্ধাস্ত্র তৈরি কলকাতার হাই টেক ল্যবে! জানুন বিস্তারিত

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের প্রযুক্তিগত উন্নতি এবং যুদ্ধাস্ত্র যে দেশীয় প্রযুক্তিতে তৈরি করার চেষ্টা করা হচ্ছে তা একাধিকবার প্রমান পেয়েছে।

ভারত সরকার ভবিষ্যৎ প্রজন্মের যুদ্ধাস্ত্র নির্মানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি উন্নয়নে ৫টি নতুন হাই টেক ল্যব তৈরি করছে। এই পাঁচটি ল্যব তৈরি হচ্ছে ব্যঙ্গালোর, কলকাতা, হায়াদ্রাবাদ, মুম্বাই ও চেন্নাই তে। এই হাই টেক ল্যব গুলিতে ভারতের ভবিষ্যতের সমস্ত অস্ত্রের প্রযুক্তি তৈরি হবে। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম টেকনোলজি, কগনিটিভ টেকনোলজি, এ্যসিমেট্রিক টেকনোলজি, স্মার্ট ম্যটেরিয়াল যেমন রেডার এ্যবসর্বিং ম্যটেরিয়াল, উন্নত থার্মাল কোটিং, রেডিও ওয়েভ এমিটিং ম্যটেরিয়াল ইত্যাদি।

এছাড়া রেইল গান, হাইপারসনিক যুদ্ধাস্ত্র, স্টেল্থ প্রযুক্তির উন্নয়ন, সেল্ফ হিলিং প্রক্রিয়া, ভবিষ্যত প্রজন্মের ফাইটারের উন্নয়ন, লেজার যুদ্ধাস্ত্র, ইলেকট্রোম্যগনেটিক পালস ওয়েপেন তৈরি করার কাজ হবে।

Leave a Reply

Your email address will not be published.