ভারত

চীনে উত্তেজনার পর সামরিক ক্ষেত্রে বিরাট উন্নয়ন ভারতবর্ষের

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের সেনাবাহিনীকে চাঙ্গা করে তুলতে একের পর এক প্রকল্প নিচ্ছে ভারত সরকার। বিশেষ করে ভারত-চীন উত্তেজনার পর ভারতের ডিফেন্স সেক্টরে যে আমুল পরিবর্তন আসবে তা একপ্রকার আন্দাজ করা হয়েছিল।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে সাউথ ব্লকে “ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল” (DAC) এর বৈঠকে ৮,৭২২.৩৮ কোটি টাকার সমরাস্ত্র ক্রয়ের অনুমতি দিয়েছিলেন।

যেসব অস্ত্র ক্রয় করা হতে পারে

১০৬ টি বেসিক ট্রেইনার এয়ারক্রাফ্ট HTT-40 কেনা হবে “হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড” (HAL) থেকে।

নৌবাহিনী ও উপকূল রক্ষী বাহিনীর জাহাজ গুলিতে লাগানোর জন্য “ভারত হেভী ইলেকট্রনিক্স লিমিটেড” (BHEL) থেকে আপগ্রেডেড ‘সুপার র‍্যাপিড গান মাউন্ট’ (SRGM) ক্রয় করা হবে। যেগুলো মিসাইল থেকে শুরু করে ফাস্ট অ্যাটাক ক্রাফ্ট — এর মতো টার্গেটের জাহাজকে রক্ষা করবে।

ভারতীয় সেনার মেইন ব্যাটেল ট্যাঙ্কের জন্য ১২৫ মি.মি APFSDS (Armour Piercing Fin Stabilized Discarding Sabot) অ্যামুনেশন ক্রয় করা হবে।

তাছাড়া AK-203 রাইফেল চুক্তি ও UAV ফ্লীট আপগ্রেডেশন (সম্ভবত প্রজেক্ট-চীতা) প্রকৃয়া গুলিকেও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.