যুদ্ধবিমানকে নিয়ন্ত্রণ হবে কম্পিউটার ব্রেন দিয়েই
নিউজ ডেস্কঃ ভবিষ্যতের যুদ্ধের কথা ভেবে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে আমেরিকা। বিশেষ করে তাদের পরবর্তী প্রজন্মের ড্রোন বা যুদ্ধবিমান গুলিকে যাতে আরও বিধ্বংসী করে তোলা যায় তার চিন্তা করছে। তবে সবথেকে বড় ব্যাপার হল পরবর্তী প্রজন্মে মানুষ নিয় পুরো ব্যাপারটাই যাতে মানুষ ছাড়া করা যায় সেই পথে হাঁটছে তারা। আর সেই কারনে ইতিমধ্যে একাধিক পরীক্ষা করে ফেলেছে।
স্কাইবোর্গ অটোনমি কোর সিস্টেমের (ACS) সফল পরীক্ষা মার্কিন যুক্ত রাষ্ট্র। জেনারেল অ্যাটমিক্সের অ্যভেন্জার ড্রোনের উপর এটির পরীক্ষা করা হয়েছিল।
আসলে এই ACS সিস্টেম হল একটি কম্পিউটার ব্রেন যা ভবিষ্যতের যুদ্ধে স্বশাসিতভাবে যুদ্ধবিমানকে নিয়ন্ত্রণ করবে। অত্যাধুনিক সফটওয়ার দিয়ে তরি এই সিস্টেম অনেকেটা হলিউডের টারমিনেটর ছবির স্কাইনেট সিস্টেমের মতো। এতদিন ড্রোনকে মানুষ নিয়ন্ত্রন করত, এবার এই সিস্টেম ইন্সটলের পর ড্রোনের টেকঅফ, টার্গেট আইডেন্টিফিকেশন, টার্গেট কে ধ্বংস করা এবং সেফ ল্যান্ডিং এর মতো সমস্ত কিছুই কম্পিউটার ব্রেন দ্বারা করা হবে, মানুষের আর দরকারই পরবেনা। আমেরিকা এই সিস্টেমটি আরও অ্যানম্যান্ড যুদ্ধবিমানের উপর পরীক্ষা করছে, পাশাপাশি আগামি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের উপরও এই অত্যাধুনিক AI সিস্টেম ব্যবহার করবে।
কিছু বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুদেরকে কম্পিউটার ব্রেনের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রথমে আমেরিকা স্টেলথ কমব্যাট ড্রোন তৈরি করেছে তারপর এই ড্রোন গুলিকে তাদের নিজস্ব ব্রেন দিচ্ছে তা আজ কোন দেশের হাতে নেই। ভবিষ্যতের যুদ্ধ গুলিতে আমেরিকা শত্রুপক্ষকে যে নাজেহাল করতে চলেছে তা বলাই বাহুল্য।