ভারত

শীঘ্রই ভারতবর্ষের মিসাইল গুলিকে আপগ্রেড করা হতে চলেছে

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের মিসাইল গুলি যে আপডেট এবং আপগ্রেড করা দরকার তা নিয়ে একাধিকবার বলেছেন প্রচুর বিশেষজ্ঞ। বিশেষ করে ভারতীয় টেকনোলোজিতে তৈরি মিসাইল গুলি।

ডিআরডিও এবং ভারত ডাইনামিক্স লিমিটেড (BDL) একসাথে আকাশ সারফেস টু এয়ার মিসাইলের এর আর্মি ভার্সন তৈরির জন্য লাইসেন্স ও টেকনোলজি ট্রান্সফারের চুক্তি করেছে। ইন্ডিয়ান আর্মি দুই রেজিমেন্ট আকাশ মিসাইলের চুক্তি করবে যার নাম Akash 1P (1S). এগুলো সিকার ইকুইপড ভার্সন হবে।

এই মিসাইল ব্যবহার করবে ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স। মিসাইল গুলির গতি ম্যাক ম্যাক ২.৮ থেকে ৩.৫ অর্থাৎ ঘণ্টায় প্রায় ৪ কিমি এর বেশি। ওয়ারহেড ওয়েট ৬০ কেজি এবং ৬০ কিলোমিটার যদিও ৯০ কিলোমিটারের মিসাইল নিয়ে ইতিমধ্যে গবেষণা চলছে। ২০০৯ সাল থেকে তৈরি হচ্ছে, মোট ৩০০০ মিসাইল তৈরি করা হবে।

১ টি আকাশ রেজিমেন্ট= ৩ ব্যটারি।

১ ব্যটারি= ১ টি 3D রাজেন্দ্র PESA রেডার, চারটি লঞ্চার যার প্রত্যেকটিতে ৩ টি করে মিসাইল থাকে। প্রত্যেকটি ব্যটারি ৬৪ টি টার্গেট কে ট্রাক করতে সক্ষম, যার মধ্যে ১২ টিকে অ্যাটাক করে। এবং এই মিসাইল গুলি ব্যবহার করা হবে টি ৭২ ট্যাঙ্ক থেকে।

Leave a Reply

Your email address will not be published.