ভারতবর্ষের কোন যুদ্ধবিমানটি প্রচুর ইসলামিক দেশের ঘুম কেড়েছিল। দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনীতে যেমন প্যাসা এস এফ বা ধরুন মার্কোস বা গোরুর কম্যান্ডোর মতো স্পেশাল সেনাবাহিনী থাকে ঠিক তেমনি ভাবে আবার বিমানবাহিনীতে স্পেশাল যুদ্ধবিমান থাকে যা বিশেষ মিশনের কাজে ব্যবহার করা হয়।
ফ্রান্সের কাছ থেকে কিছুদিন আগেই ক্রয় করা হয়েছে রাফালের মতো যুদ্ধবিমান। তবে এই প্রথম নয় রাফালের আগে ফ্রান্সের থেকে মিরাজ ২০০০ র মতো যুদ্ধবিমান ক্রয় করা হয়েছিল। যা বিশেষ কিছু মিশনে ব্যবহার করা হয়। বিশেষ করে বালাকোট এয়ার স্ট্রাইকে ব্যবহারকারী মিরাজ যে পাকিস্তানের ঘুম কেড়ে নিতে পারে তা কমবেশি এখন সকলের কাছেই স্পষ্ট হয়ে গেছে। যুদ্ধবিমান গুলি গুলি কোন দেশের বিরুদ্ধে বা যুদ্ধবিমানের বিরুদ্ধে ডগ ফাইটে নামে তখন কতোটা বিধ্বংসী রুপ নিতে পারে? আসলে এই যুদ্ধবিমান ব্যবহার করে এখনও সিরিয়ার মতো স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।