ভারত

দেশীয় প্রযুক্তির মিসাইলের উপর জোর দিচ্ছে ভারতবর্ষ

নিউজ ডেস্কঃ কিছু বছরের মধ্যে যে ভারতের হাতে একের পর এক বিধ্বংসী মিসাইল থেকে শুরু সমরাস্ত্র আসতে শুরু করবে তা বলাই বাহুল্য। বিশেষ করে দেশীয় প্রযুক্তির মিসাইলের উপর ভারতবর্ষের যে একাধিক কোম্পানি জোর দিতে শুরু করেছে তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে।

This image has an empty alt attribute; its file name is lazer-guided-bomb.jpg

Rudram 1 আন্টি রেডিয়েশন মিসাইল। এয়ার ভার্শন সফল পরীক্ষার পর DRDO এর ল্যান্ড ভার্শন নিয়ে আসতে চলেছে। তবে যদিও প্রতিরক্ষা মন্ত্রক অফিসিয়াল ভাবে কিছু জানায় নি।

Rudram 2 হবে একটি গ্রাউন্ড বেসড কানিস্টার থেকে লঞ্চ এর উপযুক্ত এক মিসাইল যেটি একটি 4×4 হাই মবিলিটি ট্রাক LAMV এর উপর ইনস্টল করা হবে এমনটাই মত সামরিক বিশেষজ্ঞদের। শত্রুর রাডার ও কমিউনিকেশন এবং এয়ার ডিফেন্স প্রণালী ধস্ত করতে মূলত ব্যাবহার করা হবে।

এটি নেটওয়ার্ক করা হবে সেনার হিমশক্তি ও সম যুক্ত নামের হাই ফ্রিকোয়েন্সি বাটেলফিল্ড ইলেকট্রনিক ওয়ারফেয়ার রাডার এর সঙ্গে। একে সঠিক লক্ষে পিন পয়েন্ট অকুরেসি হিট করার জন্য ।

Leave a Reply

Your email address will not be published.