ফিলিস্তিনিদের বিরুদ্ধে আক্রমন করতে ইসরায়েলের কাছে কোন গোত্রের আমেরিকান যুদ্ধবিমান আছে?
নিউজ ডেস্কঃ একাধিক দেশকে ইতিমধ্যে এফ ৩৫ এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রি করতে চলেছে আমেরিকা। বিশেষ করে মুসলিম দেশগুলির হাতে এফ ৩৫ র মতো যুদ্ধবিমান বিক্রি করার চুক্তি হওয়ার পর আসতে আসতে আমেরিকার উপর চাপ বাড়িয়েছে পার্শ্ববর্তী এবং বন্ধু রাষ্ট্র গুলি।
সংযুক্ত আরবআমির শাহী এবং কাতার আমেরিকা থেকে F-35. ক্রয় করতে চলেছে, যার জন্য ইসরায়েল আমেরিকার কাছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-22 ক্রয় করতে চেয়ে দাবি করেছিল। এর আগে জাপান ও F-22 ক্রয় করতে চেয়েছিল, কিন্তু আমেরিকা দেয় নি। তবে ইসরায়েল এর ব্যাপার আলাদা, তবে ইতিমধ্যে ইসরায়েলকে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বিক্রির ছাড়পত্র দিয়েছে। খুব শীঘ্রই ইসরায়েলের সেনাবাহিনীতে এই যুদ্ধবিমান দেখা যাবে।