বাধ্য হয়েই ৩০ বছরের পুরনো যুদ্ধজাহাজ ক্রয়। কেন জানেন?
নিউজ ডেস্কঃ আই এন এস বিরাট। ভারতবর্ষের হাতে পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধজাহাজ। ভারতবর্ষের হাতে ১৯৮৭ সালে এলেও আসলে যুদ্ধজাহাজটি ছিল প্রায় ৩০ বছরের পুরনো। পাশাপাশি একাধিক সমস্যা নিয়েই ভারতীয় নৌসেনাতে যুক্ত হয়েছিল।
ভারতীয় নৌবাহিনীর এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিরাট ফকল্যান্ড যুদ্ধের পর নৌবাহিনীর হাতে আসে। আসলে আইএনএস বিরাট ছিল ব্রিটিশ নৌসেনার যুদ্ধ জাহাজ HMS Hermes যা ১৯৫৯ সালে ব্রিটিশ নেভি তে যুক্ত হয়। ভারত ১৯৮৭ সালে এটা ব্রিটেনের থেকে ক্রয় করে ভারতবর্ষের নৌসেনার হাতে আসে। ব্রিটিশ নৌসেনাদের হাতে থাকাকালীন যুদ্ধজাহাজটি ফকল্যান্ড যুদ্ধে অংশ নিয়েছিল।
যুদ্ধজাহাজটি ৩ দশক ব্রিটেনের হাতে থাকার ফলে ভারতীয় নৌসেনাতে প্রায় ৩০ বছর সার্ভিস দেয়। অর্থাৎ এটি ভারতের হাতে আসে ১৯৮৭ সালে এবং অবসর নেয় ২০১৭ তে এর মধ্যে ২০০৩,২০০৪,২০০৮,২০০৯,২০১২,২০১৩ সালে মেরামত করা হয়। যদিও সার্ভিসে আসার আগেই ১৯৮৬ সালে মেরামত করেই নৌসেনার হাতে এসেছিল।
যুদ্ধজাহাজটি ভারতের নৌসেনার থেকে অবসরে যাওয়ার পর ঠিক করা হয় যে এটিতে ভাসমান মিউজিয়াম তৈরি করা হবে। কিন্তু হিসাব অনুযায়ী এর বয়েস ৬০ বছরের অনেক বেশি হয়েগেছে, পাশাপাশি মিউজিয়াম করতে ৫০০ কোটি টাকা খরচ করতে হবে, আর তা ১০ থেকে ১৫ বছরের মধ্যে পুরোপুরি ভেঙ্গে যাবে ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারনে আর নতুন ভাবে মিউজিয়াম তৈরি করা হয়নি। অর্থাৎ বুঝতে পারছেন যে যখন যুদ্ধজাহাজটি ক্রয় করা হয়েছিল তখন এর অবস্থা কতোটা ভালো ছিল?