চীনের কথোপকথন বন্ধ করতে কোন ক্লাসের টেকনোলোজি আছে ভারতবর্ষের কাছে?
নিউজ ডেস্কঃ ভারত-চীন সংঘর্ষ আবারও দেখা যেতে ভবিষ্যতে। তবে আধুনিক যুদ্ধে যে ইন্টেলেজেন্সি এবং হ্যাকারদেরকে বিরাট ভাবে কাজে লাগানো হবে তা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। আর সেই কারনে সাবমেরিন থেকে শুরু করে যুদ্ধবিমানগুলিকে অত্যাধুনিক মানের করা হচ্ছে।
লাদাখে SAP-14 লোব্যন্ড এস্কর্ট জ্যমার নিয়ে উড্ডয়ন করতে দেখা গিয়েছিল ভারতের হাতে থাকা সুখোই-৩০এমকেআইকে!
দুটি বিষয় এতে ভীষণ স্পষ্ট!
১/ এর আগে SAP-518 ও EL/M-8222HB জ্যমার ভারতের DR-118 রেডার ওয়ার্নিং রিসিভারের সাথে ঠিক ভাবে কাজ না করতে পারলেও SAP-14 ভালো ভাবে কাজ করছে।
২/ ভারত ইলেকট্রনিক ইন্টেলিজেন্স চালাচ্ছে চীনের বিরুদ্ধে। এই ধরনের মিশনে রেডার ওয়ার্নিং রিসিভারের মাধ্যমে শত্রুর রেডারের ব্যন্ডওয়েথ ও কোন ফ্রিকুয়েন্সিতে কাজ করছে তা রেকর্ড করা হয়। পরে সেই ফ্রিকুয়েন্সিকে কাজে লাগিয়ে শত্রুর রেডার জ্যাম করা হয়।