অ্যামেরিকা

আমেরিকার এফ ৩৫ বি। চীনের অবস্থা একাই খারাপ করতে পারে এই যুদ্ধবিমান। দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ অ্যামেরিকার একাধিক যুদ্ধবিমান যে কতোটা ভয়ানক, তা একাধিকবার টের পেয়েছে গোটা বিশ্ব। তবে শুধু অ্যামেরিকার বিমান গুলিকে ভয়ানক এবং আক্রমণাত্মক বললে কম বলা হবে। এমনও কিছু বিমান আছে যা বেশ কিছু দেশের রাডার সিস্টেমে ধরাই পরবেনা। অর্থাৎ হামলা চালিয়ে এসে ফিরে আসবে অথচ সেই দেশ বুঝতেও পারবেনা। সেই বিমানের মধ্যেই পর এফ ৩৫। তবে এই বিমানও একবার ধ্বংস হয় টেকনিক্যাল কিছু কারন বশত।

Leave a Reply

Your email address will not be published.