চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে নিয়ে কেন চিন্তায় গোটা পৃথিবী?
নিউজ ডেস্কঃ আমেরিকার থেকে ডিসাইন চুরি করে ইতিমধ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করেছে চীন। সত্যি কথা বলতে কি চীন যে বেশিরভাগ জিনিসই চুরি করে তৈরি করেছে তা আর নতুন করে কিছু বলার নেই। তবে তারা চুরি করে যে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে তা বলাই বাহুল্য। কারন তাদের হাতে থাকা একাধিক যুদ্ধাস্ত্রে রয়েছে বেশ কিছু সমস্যা।
চীন জে ২০ যুদ্ধবিমান অর্থাৎ যে বিমানকে তারা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বলে আসছে তার একাধিক ক্ষমতা নিয়ে বরাবরই প্রশ্ন রয়েছে। তাদের যুদ্ধবিমান মোট ১০টি এয়ার টু এয়ার মিসাইল বহনে সক্ষম। ৪টি এক্সটার্নাল উইং হার্ড পয়েন্ট, ৪টি ইন্টার্নাল ওয়েপেন বে, আর দুটি সেন্টারলাইনের দুইপাশে শর্ট এয়ার টু এয়ার মিসাইলের জন্য।
তাদের যুদ্ধবিমান জে-২০ এর এ্যভিয়নিক্স সন্দেহজনক,আসলে চীনের এ্যভিয়নিক্স নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। পাশাপাশি তাদের স্টেল্থ ক্ষমতা আজও পর্যন্ত প্রমান করতে পারেনি। পাশাপাশি তাদের যুদ্ধবিমান গুলির সাইজ এবং ডিজাইনে খামতি তাতে সেটা অবাস্তব। তবে একটা বিষয় যে যুদ্ধবিমান গুলির যুদ্ধাস্ত্র বহনে সক্ষমতা বরাবর প্রশংসনীয়।