ভারত

মাত্র ৩০ মিনিটের মধ্যে ইঞ্জিন পরিবর্তন সম্ভব। ভারতবর্ষের বিধ্বংসী যুদ্ধবিমান জাগুয়ারের অজানা কিছু ক্ষমতা

নিউজ ডেস্কঃ জাগুয়ার যুদ্ধবিমানটি দুই ইন্জিন বিশিষ্ট, সুপারসনিক, লাইট অ্যাটাক বিমান। এর সর্বোচ্চ গতি ১৩৫০ কিমি/ঘন্টা, কমব্যাট রেঞ্জ ৮১৫ কিমি। হ্যা রেঞ্জ হয়ত কম মনে হচ্ছে কিন্ত তখনকার দিনে এর প্রতিদ্বন্দ্বী বিমান সোভিয়েত ইউনিয়নের মিগ-২৭ এর থেকে এর রেঞ্জ বেশী। জাগুয়ারের একটা দারুন ব্যপার হচ্ছে মাত্র ৩০ মিনিটে এর ইঞ্জিন পরিবর্তন করা যায়। বলা বাহুল্য জাগুয়ারের বিশ্ব বিখ্যাত কোম্পানি রোলস রয়েসের ইঞ্জিন ব্যবহার করা হয়।

 জাগুয়ারে মোট ৭ টি হার্ড পয়েন্ট রয়েছে

* এতে দুটি ৩০ এম এম গান রয়েছে, যাতে ১৫০ রাউন্ড করে ফায়ারিং হয়।

* জাগুয়ারে ৮ টি মাট্রা ও ১৮ টি স্নেব রকেট ব্যবহার করা হয়েছে। 

* মিসাইল হিসাবে যুদ্ধবিমানটিতে রয়েছে :–

> AS.37 মার্শাল অ্যাটি রেডার মিসাইল

> ২ টি  এইম সাইডউইন্ডার এয়ার টু এয়ার মিসাইল।

> রুদ্রম -১ অ্যান্টি রেডিয়েশন মিসাইল 

> অ্যান্টিশিপ মিসাইল হিসাবে রয়েছে হারপুন ও সী ইগল মিসাইল 

> ডিআরডিও এর স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন।

> ২ টি R550 ম্যাজিক এয়ার টু এয়ার মিসাইল। 

> AS-30 L লেজার গাইডেড এয়ার টু গ্রাউন্ডেড মিসাইল। 

> এতে বিভিন্ন ধরনের লেজার গাইডেড বোম্ব ব্যবহার করা হয়।

Leave a Reply

Your email address will not be published.